হালুয়াঘাটে ভারতীয় ২৭ বোতল মদ উদ্ধার’ আটক-২

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২২

এম,এ মালেক, হালুয়াঘাট ঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে থানা পুলিশের অভিযানে ভারতীয় (২৭) বোতল মদ উদ্ধার-সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ ।

আটককৃতরা হল, ময়মনসিংহের জদেবলাহী লেন স্বদেশী বাজারের মোঃ অলিউল্লার ছেলে,হোসেন আলী(২০ ),কালীবাড়ী গোদারাঘাটের নেকবর আলীর ছেলে,আইয়ুব আলী (৪৫ )।

মামলা সূত্রে জানাযায়,শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে মাদক ক্রয় বিক্রয়ের এমন গোপন সংবাদের ভিওিতে এসআই আবুল খায়ের’র নিত্বেতে সক্ষীয় ফোর্স সহ উপস্থিত হলে মাদক ব্যাবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মাদক সহ দুইজন কে আটক করে পুলিশ।

এ বিষয়ে থানা (ওসি তদন্ত )কর্মকর্তা ইমরান আল হোসাইন বলেন, গতরাতে অভিযান পরিচালনা করে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন,এ অভিযান চলতে থাকবে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ।