হালুয়াঘাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কালো ব্যাজ ধারণ

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২

দেওয়ান নাঈম,হালুয়াঘাট: কক্সবাজার সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মানসিক নির্যাতনে সহকারী শিক্ষিকা সাকিলা মনছুরের স্ট্রোক জনিত মৃত্যু ও রাজশাহী জেলার পবা উপজেলার হাড়ুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদাউসকে কান ধরে উঠবস করানোর প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কালো ব্যাজ ধারণ কর্মসুচি পালন করেছে।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস ১২০৬৮) এর কেন্দীয় কর্মসুচীর অংশ হিসেবে ও সারা দেশের ন্যায় বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) উপজেলার চরবাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,কুমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বীরগুছিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুর্ব পাবিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আরো অনেক বিদ্যালয়ে শিক্ষকরা এই কালো ব্যাজ ধারণ কর্মসুচিতে অংশ নেন।এ সময় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান তারা।