হালুয়াঘাটে কৃষি মেলা শুভ উদ্বোধন

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২

এম,এ মালেক,হালুয়াঘাট:
ময়মনসিংহের হালুয়াঘাটে কৃষি মেলা ২০২২ উপলক্ষে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (২৮জুলাই) সকালে উপজেলা চত্বরে ,কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, হালুয়াঘাট, ময়মনসিংহ এর উদ্যোগে ও বৃহওর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা প্রকল্পের সহযোগিতায় কৃষি মেলা শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি মেলা শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জুয়েল আরেং ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: খায়রুল আলম ভূঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাখাওয়াত হোসেন ফকির,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তৈৗহিদুর রহমান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান খান,মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা যুবলীগের আহব্বায়ক মো: নাজিমুদ্দিন, ইউপি চেয়ারম্যান মো: আব্দুল মান্নাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,কৃষক প্রমূখ্য ।