রাজশাহীতে ১ কেজি হেরোইনসহ মাদক সম্রাট তোতা গ্রেফতার
গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ীতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার মহিশালবাড়ী ফকিরাপাড়া গ্রামের মাসগার আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর পারভীন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পদ্মানদীর ওপার থেকে আসা হেরোইনের বড় চালান মহিশালবাড়ী এলাকায় ক্রয়-বিক্রয় হবে। এই সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ওই এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে রাত সোয়া ২টার দিকে মাদক ব্যবসায়ী খাদেমুল ইসলাম তোতার বাসায় তল্লাসী চালিয়ে খাটের তোষকের নিচে কালো বাজারের ব্যাগে রাখা ১০০ গ্রামের পলেথিনে মোড়ানো ১০টি প্যাক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মোট ওজন ১ কেজি। সেই সময় মাদক ব্যবসায়ী খাদেমুল ইসলাম তোতাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, খাদেমুল বড় মাপের মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে এই পেশার সঙ্গে জড়িত। এর আগে সে হেরোইনের ২ কেজির চালান নিয়ে ধরা পড়েছিলো ও মামলাও আছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।