রাজশাহীতে ১ কেজি হেরোইনসহ মাদক সম্রাট তোতা গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২২ অনলাইন ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ১ কেজি হেরোইনসহ মাদক সম্রাট খাদেমুল ইসলাম তোতাকে (৪০) গ্রেফতার করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখা। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ীতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার মহিশালবাড়ী ফকিরাপাড়া গ্রামের মাসগার আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর পারভীন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পদ্মানদীর ওপার থেকে আসা হেরোইনের বড় চালান মহিশালবাড়ী এলাকায় ক্রয়-বিক্রয় হবে। এই সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ওই এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে রাত সোয়া ২টার দিকে মাদক ব্যবসায়ী খাদেমুল ইসলাম তোতার বাসায় তল্লাসী চালিয়ে খাটের তোষকের নিচে কালো বাজারের ব্যাগে রাখা ১০০ গ্রামের পলেথিনে মোড়ানো ১০টি প্যাক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মোট ওজন ১ কেজি। সেই সময় মাদক ব্যবসায়ী খাদেমুল ইসলাম তোতাকে গ্রেফতার করা হয়। তিনি জানান, খাদেমুল বড় মাপের মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে এই পেশার সঙ্গে জড়িত। এর আগে সে হেরোইনের ২ কেজির চালান নিয়ে ধরা পড়েছিলো ও মামলাও আছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। Share this:FacebookX Related posts: রাজশাহীতে পুলিশের অভিযানে ৫১ জন গ্রেফতার রাজশাহীতে আরেকটি করোনা ল্যাব প্রস্তুত হচ্ছে রাজশাহীতে জমে উঠছে বানেশ্বর আমের হাট রাজশাহীতে কাঁচা রাস্তায় যেন মরণফাঁদ রাজশাহীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু রাজশাহীতে ভ্যান চালকের লাশ উদ্ধার রাজশাহীতে পুলিশের অভিযানে ৩৯ জন গ্রেফতার রাজশাহীতে এক দিনে করোনায় আক্রান্ত ৬৪ জন রাজশাহীতে আবারও বাড়লো বিধিনিষেধের সময় রাজশাহীতে ট্রাকচাপায় কলেজশিক্ষকের মৃত্যু রাজশাহীতে ট্রাফিক আইনে ৯ মাসে সাড়ে ৬ কোটি টাকা জরিমানা রাজশাহীতে বাইক বাহিনীর সেই ছিনতায়কারী গ্রেফতার SHARES Matched Content দেশের খবর বিষয়: ১ কেজিতোতা গ্রেফতারমাদক সম্রাটরাজশাহীতেহেরোইনসহ