রাজশাহীতে আরেকটি করোনা ল্যাব প্রস্তুত হচ্ছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০ অনলাইন ডেস্ক ; করোনার ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য রাজশাহীতে আরেকটি ল্যাব প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে আরেকটি পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন এসেছে। দ্বিতীয় ল্যাবটি স্থাপন করা হবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হাই ডিপেনন্সি ইউনিটে (এইচডিইউ)। এরই মধ্যে সেখানে চিকিৎসাধীন থাকা রোগিদের অন্য স্থানে সরিয়ে নেয়া হয়েছে। রোববার (১২) দুপুরে রামেক হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এইচডিইউ ইউনিট পরিদর্শন করেছেন। তার সঙ্গে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানও উপস্থিত ছিলেন। সংসদ বাদশা বিষয়টি নিশ্চিত করে জানান , রামেক হাসপাতালের হাই ডিপেনন্সি ইউনিটে (এইচডিইউ) আরেকটি ল্যাব স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে তারা আরেকটি পিসিআর মেশিন পেয়েছেন। তিনি জানান, উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসার জন্য রামেক হাসপাতাল একটা ভরসার জায়গা। সে জন্য এ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তিনি মনে করেন, সন্দেহজনক করোনা রোগির যত বেশি পরীক্ষা করা যাবে পরিস্থিতি মোকাবিলা করা তত বেশি সহজ হবে। সে জন্য তিনি আরেকটি ল্যাব স্থাপনের দিকে মনোযোগী হন। তারা আরেকটি পিসিআর মেশিনও আনতে পেরেছেন। স্বল্প সময়ের মধ্যে দ্বিতীয় ল্যাব চালু করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি। বাংলাদেশে প্রথম করোনা রোগি শনাক্ত হবার পরই রাজশাহীতে ল্যাব স্থাপনের জন্য দৌড়ঝাপ শুরু করেন রামেক হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ফজলে হোসেন বাদশা। তার প্রচেষ্টায় আসে পিসিআর মেশিন। এরপর রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে দ্রুত ল্যাব প্রস্তুত করে মেশিনটি স্থাপন করা হয়। পয়লা এপ্রিল থেকে ল্যাবটি চালু হয়েছে। এখন সেখানে প্রতিদিন সেখানে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে। পরীক্ষায় রাজশাহী বিভাগে এখনো কোনো রোগির এ পর্যন্ত করোনা শনাক্ত হয়নি। তারপরেও সতর্ক রয়েছেন সবাই। চিকিৎসার জন্য প্রস্তুত আছেন হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা। ইতোমধ্যে চিকিৎসক ও নার্সদের কয়েকটি দলকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি সংসদ সদস্য ফজলে বলেন, আমরা আশা করি না যে এখানে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়ে কেউ চিকিৎসা নিতে আসুক। সবাই সুস্থ থাকুক, নিরাপদে থাকুক সেটাই আমরা চাই। তারপরেও আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হচ্ছে। করোনার পরীক্ষা যত বেশি করা যাবে পরিস্থিতি মোকাবিলা তত সহজ হবে। সে জন্য আমরা আরেকটি ল্যাব করছি। তিনি বলেন, আমরা আমাদের কাজটি করছি। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষেরও অনেক দায়িত্ব রয়েছে। তারা যেন অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হন। সাধারণ মানুষকে বলব, আপনারা ঘরে থাকুন। সব ধরনের সরকারি নির্দেশনা মেনে চলুন। তাহলেই আমরা পরিস্থিতি মোকাবিলা করতে পারব। Share this:FacebookX Related posts: রাজশাহীতে পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ জনের মৃত্যু রাজশাহীতে আনসার সদস্যকে পেটালো আ.লীগ নেতা রাজশাহীতে উপজেলা অতিক্রম করা নিষিদ্ধ রাজশাহীতে এবার আম বিক্রিতে গুরুত্ব পেয়েছে অনলাইন রাজশাহীতে কাঁচা সড়কে দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ রাজশাহীতে নতুন করোনা শনাক্ত ১৯৪, সুস্থ ১১৬ রাজশাহীতে বেদে নারীদের চাঁদাবাজি, অতিষ্ঠ মানুষ রাজশাহীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২ রাজশাহীতে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা রাজশাহীতে পুলিশের অভিযানে ৩৯ জন গ্রেফতার রাজশাহীতে ইভিএম ছিনতাইয়ের ঘটনায় ২১৭ জনের বিরুদ্ধে মামলা রাজশাহীতে মিথ্যা মামলা করে ধরা খেলেন বাদী SHARES Matched Content দেশের খবর বিষয়: আরেকটিকরোনা ল্যাবপ্রস্তুত হচ্ছেরাজশাহীতে