রাজশাহীতে আবারও বাড়লো বিধিনিষেধের সময় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জুন ৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আবারও বাড়ানো হয়েছে বিধি-নিষেদের সময়। সন্ধ্যা ৭টার পরিবর্তে বিকেল ৫টা থেকে বিধিনিষেধ শুরু হবে। অর্থাৎ ৫টার মধ্যে সকল দোকান পাট বন্ধ ও মানুষের চলাচল বন্ধ করতে হবে। রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ে জরুরী সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভা শেষে তিনি সাংবাদিকদের সভার সিদ্ধান্তের বিষয়ে জানান। মেয়র লিটন বলেন, সোমবার বিকেল ৫টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত সকল দোকান পাট ও বিপনী বিতান বন্ধ থাকবে। একই সঙ্গে লোকজনের চলাচল বন্ধ থাকবে। এছাড়াও লোকজনকে স্বাস্থ্যবিধি মানতে প্রচার প্রচারনা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেয়র বলেন, মানুষের জীবন জীবিকাও দেখতে হবে। এ সময় সব বন্ধ করে দিলে ক্ষতিগ্রস্থ মানুষের সংখ্যা বাড়বে। বিশেষ করে আম চাষিদের ব্যাপক ক্ষতি হবে। তবে রাজশাহীর করোনা পরিস্থিতি আরও ৩ থেকে ৫ দিন দেখবো। এর পর যদি করোনা পরিস্থিতির উন্নতি না হয় তবে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে। জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর, ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার, রাজমাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস প্রমুখ। Share this:FacebookX Related posts: রাজশাহীতে উপজেলা অতিক্রম করা নিষিদ্ধ রাজশাহীতে এবার আম বিক্রিতে গুরুত্ব পেয়েছে অনলাইন রাজশাহীতে কাঁচা সড়কে দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ রাজশাহীতে নতুন করোনা শনাক্ত ১৯৪, সুস্থ ১১৬ রাজশাহীতে ‘রয়েল চিটিং গ্রুপের’ ৪ প্রতারক গ্রেফতার রাজশাহীতে বেদে নারীদের চাঁদাবাজি, অতিষ্ঠ মানুষ রাজশাহীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২ রাজশাহীতে ইভিএম ছিনতাইয়ের ঘটনায় ২১৭ জনের বিরুদ্ধে মামলা রাজশাহীতে মিথ্যা মামলা করে ধরা খেলেন বাদী রাজশাহীতে ‘জয়িতা’ পুরষ্কারের জন্য নির্বাচিত ১০ নারী রাজশাহীতে ১৪জন সেরা করদাতাকে সংবর্ধনা প্রদান রাজশাহীতে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৪ SHARES Matched Content দেশের খবর বিষয়: আবারও বাড়লোবিধিনিষেধের সময়রাজশাহীতে