রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২

অনলাইন ডেস্ক : গাজীপুর জেলার কালীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোবাবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা-কালীগঞ্জ সড়কের তিরিয়া নামকস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫। পরনে পুরনো ময়লাযুক্ত একটি প্যান্ট ও কালো রঙের একটি টি-শার্ট। উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হোসেন জানান, সকালে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা-কালীগঞ্জ সড়কের তিরিয়া নামকস্থানে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ধারণা করা হচ্ছে, যুবকটি মানসিক ভারসাম্যহীন। তাকে ভোরে অজ্ঞাত কোন গাড়িতাকে চাপা দিয়ে থাকতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।