বগুড়ায় আমনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৮৩ হাজার হেক্টর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২ অনলাইন ডেস্ক : কাঙ্ক্ষিত বৃষ্টি শুরু হওয়ায় বগুড়ায় এখন পুরোদমে শুরু হয়েছে আমন চাষ। কেউ জমি চাষে আবার কেউ কেউবা আমনের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। আমন চাষে গত বোরের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করে শাজাহানপুরের কৃষক সামাদ জানালেন, যদি প্রকৃতিক দুর্যোগ না হয় তাহলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বেঁধে দেয়া আমনের লক্ষ্যমাত্র পার হয়ে যাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক জানান, জেলায় এবার ১ লাখ ৮২ হাজার ৯৫০ হেক্টর জামিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সব ঠিক ঠাক থাকলে এবার আমনের বাম্পার ফলন হবে। বিভিন্ন সরু উচ্চ ফলশীল ধান জাতের ব্রি-ধান ৮৭, ব্রি-ধান ৭৫. বিনা ধান-১৭সহ অনেক জাতের ধান রোপণ করা হচ্ছে। এই জাতগুলোতে বিঘাপ্রতি গড় উৎপাদন ১৫ থেকে ১৬ মণ । এই জাতের ধান আগাম চাষ হয়ে থাকে। কৃষি কর্মকর্তা আরো জানান, এবার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫৩ হাজার মেট্রিক টনের অধিক (চাল আকারে)। এ পর্যন্ত জেলায় ৪০ শতাংশ জমিতে আমন রোপণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আরো জানান, গত বছর জেলায় ১ লাখ ৫১ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছিল। এবার ৩১ হাজার ৩৫০ হেক্টর বেশি জমিতে আমন চাষ হয়েছে। গত বছর ৫ লাখ ৫১ হাজার (চাল আকারে) মেট্রিক টন আমন উৎপাদন হয়েছিল। Share this:FacebookX Related posts: বগুড়ায় ধান কাটার উৎসব চলছে জয়পুরহাটে আলু চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে নওগাঁয় দিন দিন অধিক লাভজনক উন্নত জাতের সরিষা চাষ বৃদ্ধি পাচ্ছে রাণীনগরে বাড়ির ছাদে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে ঘৃতকুমারী বগুড়ায় করোনা প্রতিরোধে পুলিশের সভা আত্রাইয়ে কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁচ্ছে দিল যুবলীগ ঝুঁকিতেও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন আত্রাইয়ের কৃষি কর্মকর্তারা আত্রাইয়ে চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন নওগাঁয় বোরো ধান কাটার মৌসুম শুরু বগুড়ায় ভোটকেন্দ্রের বাইরে যুবককে কুপিয়ে হত্যা আত্রাইয়ে দুর্যোগ আতঙ্কে ও শ্রমিক সংকটে দিশেহারা কৃষক! বগুড়ায় ৩১ হাজার লিটার তেল উদ্ধার, জরিমানা ৫০ হাজার SHARES Matched Content কৃষি বিষয়: ১ লাখ ৮৩ হাজার হেক্টরআমনের লক্ষ্যমাত্রাবগুড়ায়