অবজারভারে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক : বিশেষ মোনাজাত ও কেক কেটে অবজারভার’ এ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানের কার্যালয়ে ঘরোয়া অনাড়ম্বর পরিবেশে এ আয়োজন করা হয়। অবজারভার ও কিশোর বাংলা পরিবারের পক্ষ থেকে ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী ও অবজারভার লিমিটেডের পরিচালক কিশোর বাংলার প্রকাশক ও সম্পাদক মীর মোশাররেফ হোসেন জন্ম শতবার্ষিকীর কেক কাটেন।

পরে জাতির জনকের বিদেহী আত্মার মাগফেরাৎ, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে এবং করোনা ভাইরাসে সৃষ্ট মহাবিপর্যয় থেকে দেশ ও মানবজাতিকে রক্ষার জন্য মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। ডেইলি অবজারভার এবং কিশোর বাংলার সকল বিভাগের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেন।