পাটুরিয়ায় যাত্রী-যানবাহনের চাপ নেই

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুন ২, ২০২০

অনলাইন ডেস্ক : ফাঁকা হয়ে গেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। মঙ্গলবার সকাল থেকে পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ নেই। পর্যাপ্ত সংখ্যক ফেরি চলাচল করায় কোন যানবাহনকে ঘাটে এসে অপেক্ষা করতে হচ্ছে না। এদিকে, দুটি নৌরুটে চলাচল করছে ৩৩টি লঞ্চ।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. জিল্লুর রহমান জানান, বহরে ১৭টি ফেরির মধ্যে ১৪টি ফেরি চলাচল করছে। তবে ঘাটে কোন যাত্রী ও যানবাহনের চাপ নেই।

এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট রুটে মোট ৩৩টি লঞ্চ চলাচল করছে। তবে লঞ্চঘাটেও যাত্রীদের কোন চাপ নেই। স্বাভাবিক সময়ের চেয়ে কম সংখ্যক যাত্রী পারাপার হচ্ছে। এছাড়াও, ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্টপেজ থেকে চলছে গণপরিবহন। তবে কিছু সংখ্যক পরিবহনে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি।