কটিয়াদী পৌর নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী জয়ী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১ নিজস্ব প্রতিবেদক : কটিয়াদী পৌর নির্বাচনে মেয়র পদে আবারও নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শওকত ওসমান জয়ী হয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ১৩ হাজার ৩৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী তোফাজ্জল হোসেন খাঁন ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৩৯৫ ভোট পেয়েছেন। ভোট গণনা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আকতারুন নেছা এই ফলাফল জানান। এর আগে সকাল ৮টা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। বিচ্ছিন্ন দু’য়েকটি ঘটনা শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় এক সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী উপজেলা তোফাজ্জল হোসেন খাঁন ভোট বর্জনের ঘোষনা করেন। পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রনবীর সিংহ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সকালে নির্বাচন বর্জন করে। ৫ নং ওয়ার্ডেও দড়ি চরিয়াকোনা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসব বিচ্ছিন্ন দু’য়েকটি ঘটনা ছাড়া বাকী কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সরেজমিনে ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই উৎসবমূখর পরিবেশে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের লম্বা লাইন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখে ভোট কেন্দ্র গুলোকে। ফলে ভোটারাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে শান্তিপূর্ণ পরিবেশে। উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। Share this:FacebookX Related posts: পাকুন্দিয়ায় ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী আটক খেলার সময় হাতে নাতে ১১ জুয়াড়ি আটক বিকাশের ফাঁদে পা দিলেই সর্বনাশ দুই পুলিশ কনস্টেবলকে চড়, যুব মহিলা লীগ নেত্রী আটক নিখোঁজের ৩ মাস পর মাটির নিচ থেকে কাঠ মিস্ত্রীর লাশ উদ্ধার আজ সারাদেশেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা করোনা আক্রান্ত নাগরপুরের এসিল্যান্ড ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ সস্ত্রীক করোনায় আক্রান্ত র্যাপিড টেস্ট কিটের উদ্ভাবক ড. ফিরোজ ৬ ঘন্টা পড়ে ছিল লাশ, কেউ এগিয়ে আসেনি ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী নিহত ফরিদপুরে ই ফাইলিং ট্রাফিক ব্যবস্থা চালু SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: কটিয়াদীনৌকার প্রার্থী জয়ীপৌর নির্বাচনেমেয়র পদে