গুলিস্তানে পুলিশের গাড়ির চাপায় শিক্ষার্থী নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২২ অনলাইন ডেস্ক : রাজধানীর গুলিস্তানে পুলিশের রেকার গাড়ির চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতের নাম মাহাতাব উদ্দিন তাসিন। সে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গুলিস্তানে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উদ্ধার করে নিয়ে আসা পথচারী রফিক বলেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩নং গেটের সামনে পুলিশের একটি রেকার মোটরসাইকেলচালককে চাপা দেয়। পরে রেকারটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। নিহত তাসিনের বোন বলেন, খবর পেয়ে হাসপাতালে এসে আমার ভাইকে মৃত দেখতে পাই। আমার ভাই ওয়ারী এলাকার তার এক বন্ধুর কাছ থেকে জোর করে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। তারপর শুনতে পাই তাকে স্টেডিয়াম গেটে পুলিশের রেকার চাপা দিয়ে মেরে ফেলেছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বর্তমানে মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। উদ্ধার করে নিয়ে আসা পথচারীদের কাছে জানতে পেরেছি পুলিশের একটি রেকারের চাপায় ওই কিশোর নিহত হয়েছে। তবে আমরা বিষয়টি এখনো নিশ্চিত নই। ঘটনাটি পল্টন থানাকে জানিয়েছি। বিষয়টি তারাই তদন্ত করবে। Share this:FacebookX Related posts: কালিয়াকৈরে বাস চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত কোম্পানীগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত কিশোরগঞ্জে ভয়াবহ সংঘর্ষে একজন নিহত, ৩০ বাড়িতে ভাংচুর-আগুন বাংলাদেশ ত্রাণ বিতরনে বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি অর্ধকোটি টাকা নিয়ে পালিয়েছে একটি ‘ভুয়া সমিতি’ মানিকগঞ্জ কৃষি জমি রক্ষার দাবিতে কৃষকদের সংবাদ সম্মেলন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত গাজীপুরে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড ঘরে আটকে পড়া তরুণীকে উদ্ধার লকডাউনে সক্রিয় চোর-ছিনতাইকারী চক্র রিসোর্টকাণ্ডে চাকরি হারালেন সোনারগাঁওয়ের ওসি রফিকুল SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: গুলিস্তানেচাপায়পুলিশের গাড়িরশিক্ষার্থী নিহত