মানবতাবিরোধী অপরাধ: খুলনার আমজাদসহ ৬ জনের মৃত্যুদণ্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২ অনলাইন ডেস্ক : একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনা বটিয়াঘাটার রাজাকার আমজাদ হোসেন হাওলাদারসহ ছয় জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। এর আগে ২২ মে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন ট্রাইব্যুনাল। মামলার অপর পাঁচ আসামি হলেন- সহর আলী সরদার, আতিয়ার রহমান, মোতাছিম বিল্লাহ, কামাল উদ্দিন গোলদার ও নজরুল ইসলাম। তাদের মধ্যে নজরুল ইসলাম পলাতক রয়েছেন। প্রথমে এ মামলার আসামি ছিলেন আট জন। গ্রেফতারের পর দুই আসামি মোজাহার আলী শেখ ও আশরাফ শেখ অসুস্থ অবস্থায় মারা যান। আসামিদের বিরুদ্ধে স্বাধীনতার সময় হত্যা, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। মামলায় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল। ২০১৫ সালের ১৫ নভেম্বর মামলার তদন্ত শুরু হয়। ২০১৭ সালের ০৮ অগাষ্ট আসামিদের বিরুদ্ধে এক হাজার ২৭ পাতার প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, আমজাদ হোসেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে কনভেনশন মুসলিম লীগ এবং পরে জামায়াতের সমর্থক ছিলেন। অপর ছয় আসামিও একই সময়ে কনভেনশন মুসলিম লীগ এবং জামায়াতের সমর্থক ছিলেন। Share this:FacebookX Related posts: ইনকিলাব সম্পাদকসহ ২ জনের বিরুদ্ধে শাজাহান খানের মামলা নতুন অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন ‘ধর্ষণের নতুন আইন মঙ্গলবার থেকেই কার্যকর হবে’ ধর্ষণ মামলায় দেশে প্রথম মৃত্যুদণ্ডের রায় আ.লীগের ২ নেতার বিরুদ্ধে মেয়র আইভির মামলা বাবুনগরীর বিরুদ্ধে দুই মামলা ১২ বছরে ১ লাখ ৩৭ হাজার লিগ্যাল এইডের মামলা নিষ্পত্তি বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরের আগাম জামিন আবেদন জামিন পেলেন সাংবাদিক রোজিনা ‘আইন প্রভাবশালীদের দিকে একটু হেলে পড়ে’ পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুকে নিয়ে ভুল তথ্য: এনসিটিবির চেয়ারম্যানকে তলব আবারও পেছাল খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন শুনানি SHARES Matched Content আইন আদালত বিষয়: আমজাদসহ ৬ জনের মৃত্যুদণ্ডখুলনারমানবতাবিরোধী অপরাধ