‘ধর্ষণের নতুন আইন মঙ্গলবার থেকেই কার্যকর হবে’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০ অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে মঙ্গলবার থেকে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধানটি আইনে পরিণত হবে। সোমবার আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, ‘মঙ্গলবার (১৩ অক্টোবর) রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এটি আইনে পরিণত হবে। এর আগে এটির আইনি যাচাই (ভেটিং) হবে। যেহেতু সংসদ অধিবেশন আপাতত চলমান নেই, তাই সরকার সংশোধিত আইনটি একটি অধ্যাদেশ হিসেবে জারি করার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর থেকেই আইনটি কার্যকর হবে।’ এর আগে সকালে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’ এর সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে আইনের সংশোধনীর অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যুক্ত ছিলেন। Related posts: ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে সোমবার মামলার বিচার হবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পরিবর্তনের জন্য প্রয়োজন দেশপ্রেম, টিমওয়ার্ক, প্রতিজ্ঞা ও আন্তরিকতা আদালতে মাদক মামলার বিচারের জন্য খসড়া আইনে মন্ত্রিসভার অনুমোদন একটি ধর্ষণের ঘটনা প্রভাব ফেলে বিশ্বের সব নারীর ওপর সাংবাদিক আরিফুলের মৃত বাবাকেও সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন সোমবার নারীরা সকল ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রাখছেন : প্রধানমন্ত্রী ক্যান্সারের চিকিৎসা আছে, ধর্ষণের নেই কেন? ঈদের পর খুলছে আদালত : আইনমন্ত্রী শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন চূড়ান্ত অনুমোদন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার বিষয়টি বিবেচনা করছে সরকার : আইনমন্ত্রী SHARES Matched Content আইন আদালত বিষয়: 'ধর্ষণের নতুন আইনকার্যকর হবে'মঙ্গলবার থেকেই