দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে গেল নৌবাহিনীর ১৩৪ সদস্য দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২০ অনলাইন ডেস্ক : জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দক্ষিণ সুদানে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-৬ এ যোগদানের উদ্দেশ্যে ৬৭ জন নৌসদস্যের ২য় গ্রুপ শুক্রবার (১৪ আগস্ট) সকালে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। এর আগে, গত ২৫ জুলাই ২০২০ তারিখ ১ম গ্রুপের ৬৭ জন নৌসদস্য ফোর্স মেরিন ইউনিট-৬ এ যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। দক্ষিণ সুদানে নৌবাহিনীর একটি মেরিন ইউনিট, ইউনাইটেড নেশন্স মিশন ইন দক্ষিণ সুদান (আনমিস) এ ফোর্স মেরিন ইউনিট হিসেবে মোতায়েন রয়েছে। উক্ত কন্টিনজেন্টটি জাতিসংঘের নিত্য প্রয়োজনীয় জ্বালানী, খাদ্য সামগ্রী, ঔষধ-পত্র ও মানবিক সাহায্য বহনকারী বার্জসমূহের নিরাপদ চলাচলের নিশ্চয়তা বিধান, নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ/নিয়ন্ত্রণ ও সকল গোয়েন্দা তথ্য সংগ্রহ করতঃ ফোর্স সদর দপ্তরকে অবহিতকরণ, অগ্নিনির্বাপনে স্থানীয় জনপদকে সহায়তা, আহত সামরিক ও অসামরিক ব্যক্তিদের উদ্ধার ও ডুবুরী সহায়তা করে থাকে। এছাড়া স্থানীয় জনগণকে জরুরি চিকিৎসা প্রদানসহ মিশনে নিয়োজিত সেনা ও অসামরিক সদস্যদের প্রয়োজনীয় রসদ সামগ্রী দূর্গম স্থানে পরিবহণ করাসহ জাতিসংঘের নির্দেশক্রমে যেকোন কার্যক্রমে সহায়তা করে থাকে কন্টিনজেন্টটি। উল্লেখ্য যে, বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট (ইঅঘঋগট) কন্টিনজেন্টটি ডযরঃব ঘরষব জরাবৎ এ দীর্ঘ ৯৩৮ কিঃ মিঃ নদীপথে এখন পর্যন্ত সর্বমোট ৪১টি ঙঢ়বৎধঃরড়হ খরভব খরহব (ঙখখ) অভিযান অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছে। উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে গত দুই দশকেরও বেশী সময় ধরে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অত্যন্ত সফলতার সাথে অংশগ্রহণ ও দায়িত্ব পালন করে আসছে। দক্ষিন সুদান ছাড়াও লেবানন ও ভূ-মধ্যসাগরীয় এলাকায় জাতিসংঘের একমাত্র মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ নিয়োজিত রয়েছে। Share this:FacebookX Related posts: করোনা আতঙ্ক : চীনাদের সব ভিসা বাতিল করল ভারত লকডাউন-কারফিউ তুলে নিলে অবস্থা হবে ভয়াবহ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনায় বিশ্বব্যাপী গড় মৃত্যুঝুঁকি কমছে নিউইয়র্কে করোনায় একদিনে পাঁচ বাংলাদেশির মৃত্যু একদিনে ১২৯০ জনের মৃত্যুর খবর জানালো চীন করোনা: চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করোনা ধ্বংসের নতুন উপায় জানালো মার্কিন গবেষকরা ফের ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ বাতাসের মাধ্যমে করোনা ছড়ানোর প্রমাণ পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতে শ্মশানের ছাদ ধ্বসে নিহত ২৩ ক্যাপিটল সহিংসতায় শীর্ষ ৩ হোয়াইট হাউস কর্মকর্তার পদত্যাগ কংগ্রেসে হামলা জাতির ‘বড় লজ্জা’ : ওবামা SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: দক্ষিণ সুদানেনৌবাহিনীর ১৩৪ সদস্যশান্তিরক্ষা মিশনে গেল