অ্যামাজনকে এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির চ্যালেঞ্জ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুকেশ আম্বানি এ মুহূর্তে এশিয়ার শীর্ষ ধনী এবং তিনিই বিশ্বের শীর্ষস্থানীয় অনলাইন শপ অ্যামাজনকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেললেন। আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি বলছে, তারা গ্রোসারি ডেলিভারি সার্ভিসে সাইন আপ করার জন্য লোকজনকে আমন্ত্রণ জানাচ্ছে। মূলত ব্যবসার জন্য ভারতের বিশাল সংখ্যক মোবাইল ফোন গ্রাহককে টার্গেট করে এগোচ্ছে রিলায়েন্স। আর নতুন এই ই-কমার্স উদ্যোগ ভারতের বড় বড় অনলাইন শপগুলোর জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আম্বানির বিজনেস সাম্রাজ্যের দুই সহযোগী প্রতিষ্ঠান রিলায়েন্স রিটেইল ও রিলায়েন্স জিও বলছে, তারা যৌথভাবে নতুন উদ্যোগের সূচনা করেছে যার নাম হবে জিওমার্ট। তারা বলছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বা গ্রোসারি পণ্যের ফ্রি ও এক্সপ্রেস ডেলিভারি সেবা দেবে তারা। এ মুহূর্তে এ ধরনের অন্তত ৫০ হাজার পণ্য পাওয়া যাবে নতুন এই অনলাইন শপে। আর জিওমার্ট গ্রাহকদের সাথে যোগাযোগ করবে অ্যাপের মাধ্যমে। যদিও ভারতের অনলাইন গ্রোসারি মার্কেট এখনো খুব একটা জমে উঠেনি। কারণ এখনও বছরে লেনদেনের পরিমাণ মাত্র ৮৭০ মিলিয়ন ডলার। আর জনসংখ্যার শূন্য দশমিক ১৫ ভাগ এ ধরনের সেবা গ্রহণ করছে। তবে বিশ্লেষকদের ধারণা, ২০২৩ সাল নাগাদ অনলাইন গ্রোসারি শপে বেচাকেনার পরিমাণ দাঁড়াবে প্রায় সাড়ে ১৪ বিলিয়ন ডলার। দেশটির অনলাইন মার্কেট এখন মূলত নিয়ন্ত্রণ করছে অ্যামাজন আর ফ্লিপকার্ট। তবে গত বছরের নতুন একটি আইনের কারণে এ ধরনের কোম্পানিগুলো কিছুটা হোঁচট খেয়েছে। আর এটাই নতুন ভারতীয় কোম্পানির জন্য সুযোগ তৈরি করে দিয়েছে। আম্বানি এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং তার সম্পদের পরিমাণ ৬০ বিলিয়ন ডলারের বেশি। রিলায়েন্স রিটেইল গ্রোসারি শপ আছে যেমন তেমনি হুগো বস কিংবা বারবেরির মতো বিদেশি নামিদামি কোম্পানির আউটলেটও তারা পরিচালনা করে। রিলায়েন্স জিও ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর যার প্রায় ৩৬ কোটি গ্রাহক আছে। বিবিসি। Share this:FacebookX Related posts: ভাইরাস আতঙ্ক: চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ সর্বসাধারণের জন্য উন্মুক্ত উহান ফ্রান্সের আইসিইউতে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস করোনার চিকিৎসায় বিনামূল্যে ‘অ্যাভিগান’ দেবে জাপান করোনার সঙ্গে বেঁচে থাকাটাই এখন নিউ নর্মাল: টেড্রোস সৌদির তেল রফতানি কমেছে ৬২ শতাংশ ভারতে করোনায় একদিনে ১২৪৭ জনের মৃত্যু ৬শ বাল্যবিয়ে বন্ধ করতে পেরেছে বাংলাদেশি এই কিশোরী গর্ভপাতকে বৈধতা দিয়ে ঐতিহাসিক আইন পাস হচ্ছে আর্জেন্টিনায় কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত মিয়ানমারে বিক্ষোভে গুলিবিদ্ধ সেই নারীর মৃত্যু অবশেষে সৌদি-কাতার সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি শুরু SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: অ্যামাজনএশিয়ার শীর্ষ ধনীমুকেশ আম্বানির চ্যালেঞ্জ