চট্টগ্রামের হকার্স মার্কেটে ৫০ দোকান পুড়ে ছাই দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২২ অনলাইন ডেস্ক : চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক কাপড়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৫০টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, জহুর হকার্স মার্কেটের উত্তর পাশে নতুন করে গড়ে ওঠা দ্বিতল ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা দ্রুত মার্কেটের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। এতে শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৫০টির বেশি দোকান ভস্মীভূত হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের ১২টি গাড়ি দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, আগুন থেকে রক্ষা পেয়েছে মার্কেটের প্রায় এক হাজারের বেশি দোকান। রমজান মাসকে সামনে রেখে নতুন করে কাপড়ের মজুত করা হয়েছিল বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসের পরিচালক আনিছুর রহমান জানান, সাতটি ইউনিট দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে বড় ধরনের ক্ষতি থেকে মার্কেটটি রক্ষা পেয়েছে। Share this:FacebookX Related posts: চট্টগ্রামের ৬ বাড়ি লকডাউন চট্টগ্রামের নগরপিতা রেজাউল করিম রাঙ্গামাটিতে ৬’শ জনের মাঝে ভাতা প্রদান ভাসানচরে ঠাঁই হলো রোহিঙ্গাদের রাঙ্গামাটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হাতিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত আসামির হামলায় এএসআই নিহত ফরিদগঞ্জে পুলিশ সোর্সকে মারধরের অভিযোগে এসআই ক্লোজড ভাসমান জেলেদের মাঝে শীতবস্ত্র বিতরণ ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ছয় লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ৫০ দোকান পুড়ে ছাইচট্টগ্রামেরহকার্স মার্কেটে