রায়পুরে দুই বাসের মুখোমু‌খি সংঘ‌র্ষ, আহত ৭

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মে ৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে দুই বা‌সের মুখোমু‌খি সংঘর্ষে চালকসহ অন্তত ৭ জন আহত হ‌য়েছেন।

শ‌নিবার (৮ মে) রায়পুর উপ‌জেলার রায়পুর-ঢাকা সড়‌কের সিকদার রাস্তা নামক স্থা‌নে এই ঘটনা ঘটে।

আনুমানিক দুপুর ২ টায় ঘটনা‌টি ঘ‌টে ব‌লে জানা যায়। এতে আনন্দ বা‌সের চালকসহ অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছে।

গুরতর আহত‌দের রায়পুর উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের জরুরী বিভা‌গে প্রাথ‌মিক চিকৎসা দি‌য়ে ঢাকা এবং নোয়াখালী রেফার করা হয়ে‌ছে। এদের ম‌ধ্যে আনন্দ বা‌সের চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

দুই বা‌সের সংঘ‌র্ষের খবর পে‌য়ে রায়পুর থানা অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া সঙ্গীয় ফোর্স নি‌য়ে ঘটনাস্থ‌লে যান।

দুর্ঘটনায় রাস্তায় তীব্র যানজটের সৃ‌ষ্টি হলে তদার‌কি‌ ক‌রে যানজট নিয়ন্ত্র‌নে কাজ ক‌রে পুলিশ। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে।

সরজম‌ি‌নে প্রতি‌বেদনকা‌লে দেখা যায়, রায়পুর থে‌কে ঢাকা গামী ঢাকা এক্স‌প্রেস যার নাম্বার ঢাকা মে‌ট্রো – ব ১৫-৩৫০৯ এবং চৌমুহনী থে‌কে রায়পু‌রের উদ্দে‌শ্যে ছে‌ড়ে আসা আনন্দ বাস যার নাম্বার নোয়াখালী – জ ০৫-০০৩৭ দুই‌টির সাম‌নে দুম‌ড়েমুচড়ে যায়।

প্রতক্ষদর্শীরা দুই বা‌সের চাকলকে দা‌য়ি ক‌রে ব‌লেন, দুই‌টি বাসই দ্রুতগ‌তি‌তে দুই দিকে থে‌কে আস‌তে যে‌য়ে দূর্ঘটনা ঘ‌টে।