পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জুন ১০, ২০২২

অনলাইন ডেস্ক : দিনাজপুর জেলার পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পার্বতীপুর-দিনাজপুর রেলপথের পোড়াভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী পৌর এলাকার নামাপাড়া মহল্লার মৃত আসাদ মুন্সির ছেলে।

প্রত্যক্ষদর্শী মনছুর আলী জানান, বেলা সাড়ে ১১ টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন আইয়ুব আলী।

দিনাজপুর রেল থানার উপ-পরিদর্শক রায়হান জানান,বেলা সোয়া ১২টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছ।