বগুড়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুন ১০, ২০২২

অনলাইন ডেস্ক : বগুড়ায় ৬ অস্বচ্ছল, অসুস্থ ও করোনায় মৃত সাংবাদিক ও পরিবারের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬ সাংবাদিকের মধ্যে ৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন।

বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাথেন বিএফইউজের সহ-সভাপতি মাহমুদুল আলম নয়ন. বিএফইউজের নির্বাহী সদস্য রহমান বীর মুক্তিযোদ্ধা এ. এইচ. এম আখতারুজ্জামান, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, দৈনিক করতোয়ার সম্পাদক মোজম্মেল হক লালু।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার সাংবদিকদের গুরুত্বের সাথে বিবেচনা করে থাকেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সংবাদিকসহ সামাজিক নিরাপত্তার জন্য সকল শ্রেণির মানুষকে আর্থিক সহায়তা প্রদান করছেন, যা অন্য কোনো সরকার করেনি।

আর্থিক সহায়তাপ্রাপ্তরা হলেন, সাপ্তাহিক হাতিয়ারের সম্পাদক মরহুম বীর মুক্তিযোদ্ধা ছাইদুর রহমান তারা, দৈনিক চাঁদনী বাজারের সাংবাদিক বীর মুত্তিযোদ্ধা মরহুম সারওয়ার খান, দৈনিক ইত্তেফাকের সাবেক উত্তরাঞ্চল প্রতিনিধি আমিনুল ইসলাম চৌধুরী, বৈশাখী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি কমলেশ মোহন্ত, বগুড়া থেকে প্রকাশিত বাংলা বুলেটিনের ফটো সাংবাদিক সঙ্গীত রায, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়ার স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান রানা।