বগুড়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুন ১০, ২০২২ অনলাইন ডেস্ক : বগুড়ায় ৬ অস্বচ্ছল, অসুস্থ ও করোনায় মৃত সাংবাদিক ও পরিবারের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬ সাংবাদিকের মধ্যে ৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন। বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাথেন বিএফইউজের সহ-সভাপতি মাহমুদুল আলম নয়ন. বিএফইউজের নির্বাহী সদস্য রহমান বীর মুক্তিযোদ্ধা এ. এইচ. এম আখতারুজ্জামান, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, দৈনিক করতোয়ার সম্পাদক মোজম্মেল হক লালু। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার সাংবদিকদের গুরুত্বের সাথে বিবেচনা করে থাকেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সংবাদিকসহ সামাজিক নিরাপত্তার জন্য সকল শ্রেণির মানুষকে আর্থিক সহায়তা প্রদান করছেন, যা অন্য কোনো সরকার করেনি। আর্থিক সহায়তাপ্রাপ্তরা হলেন, সাপ্তাহিক হাতিয়ারের সম্পাদক মরহুম বীর মুক্তিযোদ্ধা ছাইদুর রহমান তারা, দৈনিক চাঁদনী বাজারের সাংবাদিক বীর মুত্তিযোদ্ধা মরহুম সারওয়ার খান, দৈনিক ইত্তেফাকের সাবেক উত্তরাঞ্চল প্রতিনিধি আমিনুল ইসলাম চৌধুরী, বৈশাখী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি কমলেশ মোহন্ত, বগুড়া থেকে প্রকাশিত বাংলা বুলেটিনের ফটো সাংবাদিক সঙ্গীত রায, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়ার স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান রানা। Share this:FacebookX Related posts: বগুড়া প্রেসক্লাবের সভাপতি নয়ন, সম্পাদক আরিফ বগুড়ায় ট্রাকচাপায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ নওগাঁর ধামইরহাটে সাংবাদিকদের মাঝে মাস্ক ও হ্যান্ড গ্লোবস বিতরণ বগুড়ায় পিকআপ চাপায় নিহত ২ বগুড়ায় আরও ১০৯ জন করোনায় আক্রান্ত চিরনিদ্রায় শায়িত রাজশাহীর সিনিয়র সাংবাদিক মাসুম পোরশায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় বীরগঞ্জে সাংবাদিক মিলন করোনা আক্রান্ত বগুড়ায় ১৭০ বস্তায় সরকারি চাল উদ্ধার রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক পুনঃনির্বাচিত বগুড়ায় ১ জানুয়ারি থেকে ইট বিক্রি বন্ধ ঘোষণা SHARES Matched Content দেশের খবর বিষয়: চেক হস্তান্তরবগুড়ায়সাংবাদিক কল্যাণ ট্রাস্টে