পার্বতীপুরে ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের পার্বতীপুরে পৌর শহরের সুইপার কলোনীতে বাড়ির সামনে ময়লা ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ হয়েছে। এ ঘটনায় একপক্ষ পার্বতীপুর রেল থানায় মামলা দায়ের করেছে। অন্যদিকে, মামলা না নেয়ায় পার্বতীপুর রেল থানার ওসির বিরুদ্বে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শুক্রবার (১৭ জুলাই) বেলা ১২ টায় পার্বতীপুর রেলওয়েপার্কের মিডিয়া কর্নারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলুম বাঁশফোড় (২৫)। সে তার বক্তব্য বলেন, গত ১৫ জুলাই সকাল ৭ টায় তাদের বাড়ির সামনে ময়লা আর্বজনা ফেলাকে কেন্দ্র করে পাশের বাড়ির মালা বাশঁফোড় এর সাথে জিরিয়া বাশঁফোড় এর মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় মালা বাঁশফোড় এর ছেলে সুমন বাঁশফোড় (২০) টিউবয়েলের হ্যান্ডেল নিয়ে তেঁড়ে এসে জিরিয়া বাঁশফোড়কে মারতে উর্দ্বধ হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে উমন বাঁশফোড়সহ ৫ জন আহত হয়। রক্তাক্ত অবস্থায় উমন বঁশফোড়কে হলদিবাড়ী হাসপাতালে ভর্তি করে তার পরিবার। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। জুলুম বাঁশফোড় অভিযোগ করেন, তিনিসহ তার লোকজন রেল থানায় গিযে মামলা করতে চাইলে থানার ভারপ্রাপ্ত কমর্কতা এমদাদুল হক মামলা না নিয়ে তাদের ফেরত পাঠান। অন্যদিকে, প্রতিপক্ষের মামলা গ্রহন করে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। এ ব্যাপারে রেলওয়ে থানার ওসি এমদাদুল হক বলেন, আমার কাছে জুলুম বাঁশফোড় ও তার কোন লোকজন মামলা করতে থানায় আসেনি। Share this:FacebookX Related posts: কুড়িগ্রামে ‘ভুমিদস্যু’ আব্দুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন পঞ্চগড় জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল তিস্তার পানি আবারও বিপদসীমার উপরে পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী কুড়িগ্রামে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন বীরাঙ্গনা জোহরা বেগম বঙ্গবন্ধু নিজেও খেলোয়াড় ছিলেন: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী SHARES Matched Content দেশের খবর বিষয়: ওসির বিরুদ্ধেপার্বতীপুরেসংবাদ সম্মেলন