পার্বতীপুরে ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের পার্বতীপুরে পৌর শহরের সুইপার কলোনীতে বাড়ির সামনে ময়লা ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ হয়েছে। এ ঘটনায় একপক্ষ পার্বতীপুর রেল থানায় মামলা দায়ের করেছে। অন্যদিকে, মামলা না নেয়ায় পার্বতীপুর রেল থানার ওসির বিরুদ্বে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

শুক্রবার (১৭ জুলাই) বেলা ১২ টায় পার্বতীপুর রেলওয়েপার্কের মিডিয়া কর্নারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলুম বাঁশফোড় (২৫)।

সে তার বক্তব্য বলেন, গত ১৫ জুলাই সকাল ৭ টায় তাদের বাড়ির সামনে ময়লা আর্বজনা ফেলাকে কেন্দ্র করে পাশের বাড়ির মালা বাশঁফোড় এর সাথে জিরিয়া বাশঁফোড় এর মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় মালা বাঁশফোড় এর ছেলে সুমন বাঁশফোড় (২০) টিউবয়েলের হ্যান্ডেল নিয়ে তেঁড়ে এসে জিরিয়া বাঁশফোড়কে মারতে উর্দ্বধ হয়।

এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে উমন বাঁশফোড়সহ ৫ জন আহত হয়। রক্তাক্ত অবস্থায় উমন বঁশফোড়কে হলদিবাড়ী হাসপাতালে ভর্তি করে তার পরিবার। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। জুলুম বাঁশফোড় অভিযোগ করেন, তিনিসহ তার লোকজন রেল থানায় গিযে মামলা করতে চাইলে থানার ভারপ্রাপ্ত কমর্কতা এমদাদুল হক মামলা না নিয়ে তাদের ফেরত পাঠান। অন্যদিকে, প্রতিপক্ষের মামলা গ্রহন করে আমাদেরকে হয়রানি করা হচ্ছে।

এ ব্যাপারে রেলওয়ে থানার ওসি এমদাদুল হক বলেন, আমার কাছে জুলুম বাঁশফোড় ও তার কোন লোকজন মামলা করতে থানায় আসেনি।