পাবনা জেলা গোয়েন্দার অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জুন ২, ২০২২

নিজস্ব প্রতিবেদক : পাবনা জেলা গোয়েন্দার অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছেন। জেলা গোয়েন্দা শাখা পাবনার একটি অভিযানিক দল আজ বৃহস্পতিবার পাবনা জেলার আটঘড়িয়া থানাধীন পুস্তিগাছা বাজার থেকে দেবোত্তরগামী পাকা রাস্তার উপর হইতে ডাকাতীর প্রস্তুতিকালে রাত ৩টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় একটি লোহার তৈরী প্লাস্টিকের হাতলযুক্ত পুরাতন ওয়ান সুটারগান এবং ০৩ রাউন্ড গুলি। দুইটি লোহার তৈরী ধারালো হাসুয়া যাহার বাট সহ দৈর্ঘ্য ৩৩ ইঞ্চি ০১টি স্টেনলেস স্টিলের চাপাতি। একটি লোহার তৈরী ধারালো ছুরি। ১টি লোহার তৈরী তালা কাটার জন্য ব্যবহৃত হেসো ব্লেড, ডাকাতি কাজে ব্যবহারের জন্য নাইলন রশি তাদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন বর্ণিত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র আটক করা হয়।

গ্রেফতারকৃত হলো- রাজবাড়ীর পাংশা থানারদুর্লবদিয়া গ্রামেরলিয়াকত সরদরের ছেলেরুহুল আমিন ৩৬),পাবনারআমিনপুর থানারকোমরপুর গ্রামেরপঠল ওরফে কোসেদের ছেলে সালাম মিয়া (৪২),রাজবাড়ীর পাংশায়দুর্লবদিয়া গ্রামের ওহাব সরদারের ছেলেআরিফ সরদার (২৪),পাবনারআমিনপুর থানারঢালারচ গ্রামের জহির মন্ডলের ছেলেনিলু মন্ডল (৪৪),রাজবাড়ীরপাংশা থানারদুর্লবদিয়া গ্রামের মৃতঃ আদু সরদারের ছেলেলিয়াকত সরদার (৫৭),রাজবাড়ীরপাংশা থানারদুর্লবদিয়া গ্রামেরআবুল সরদারের ছেলেফজলু সরদার (২৩)।

উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত ডাকাতদলের বিরুদ্ধে একাধিক ডাকাতী ও অস্ত্র মামলা বিজ্ঞ আদালতে বিচারধীন আছে। আসামীর বিরুদ্ধে আটঘরিয়া থানায় ডাকাতীর প্রস্তুতি মামলা রুজু প্রক্রিয়াধীন।