৮ জামায়াত নেতা গ্রেফতার

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, মে ৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় বৈঠক চলাকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও জিহাদি বইসহ জামায়াত ৮ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ মে) ভোর রাতে উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির মো. সাইফুল ইসলাম (৪৫), তার স্ত্রী মহিলা জামায়াতের আমির এলিজা পারভীন (৩০), জামায়াত নেতা মো. শায়েক মাহমুদ (২৭), রিয়াজ উদ্দিন (৩৭), হাফুজুল ইসলাম (৩০), শাহিন দুলাল (৪৬), মো. রায়হান আলী (৪২), আফসার আলী (৪৭)।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক কুমার দাস জানান, সোমবার ভোর রাতে পৌর এলাকার ঝিকিড়া মহল্লায় নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করছিল জামায়াত নেতাকর্মীরা। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৮ নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকটি হকিস্টিক, দেশীয় অস্ত্রসহ জিহাদি বইও উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ।