হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক : পাবনার ঈশ্বরদীতে হেরোইনসহ হাবিবুর রহমান হাবিব (৩৬) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চর কুড়ুলিয়া হাফিজিয়া মাদ্রাসার গ্রামীণ সড়কে থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাবিব একই গ্রামের ফরজ আলী মালিথার ছেলে। তিনি লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী সার্কেল কার্যালয়ের পরিদর্শক সানোয়ার হোসেন বলেন, উপজেলার চর কুড়ুলিয়া গ্রামে মাদকদ্রব্য বেচা-কেনা হয়—এমন সংবাদের ভিত্তিতে, সেখানে অভিযান চালিয়ে হাবিবকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এ হিরোইনের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।