ভূঞাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার ২

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মে ৮, ২০২২

নিজস্ব প্রতিবেদক : প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুলছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করে একাধিকবার ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রধান আসামি মো. ফারুক শেখ (১৯) ও তার সহযোগী বিলাল হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত প্রধান আসামি ফারুক উপজেলার গাবসারা ইউনিয়নের বানিয়াবাড়ি গ্রামের নাজমুল প্রধানের ছেলে ও সহযোগী বিলাল সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেরপুর উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

আজ রবিবার (৮ মে) ভোরে ওই দুইজনকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে ধর্ষণের ঘটনায় শনিবার (৭ মে) সকালে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় ধর্ষণ ও অপহরণের মামলা দায়ের করে।

মামলা সূত্রে জানা যায়, ফারুক ওই স্কুলছাত্রীকে স্কুলে যাতায়াত সময় ছাড়াও বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব ও রাস্তা-ঘাটে উত্ত্যক্ত করতো। এর প্রতিবাদ করলে তাকে অপহরণের হুমকি দিতো।

গত ৫ মে বৃহস্পতিবার সকালে স্কুলছাত্রী একা তার দাদার বাড়ি যাচ্ছিল। এসময় ফারুক তার দলবল নিয়ে অপহরণ করে।

এরপর নৌকাযোগে প্রথমে সিরাজগঞ্জের তার এক বন্ধুর বাসায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে ফারুক। তারপর সেখান থেকে ফারুক তার খালার বাসায় নিয়ে ফের ধর্ষণের পর শারীরিক নির্যাতন করে।

পরে অভিযুক্ত তার এক সহযোগী অপহরণকারীর বাড়িতে সন্ধ্যার দিকে স্কুলছাত্রীকে নিয়ে আসেন ফারুক ও তার অন্যান্য সহযোগীরা।

এরপর এ বিষয়টি ভুক্তভোগীর বাবা জানতে পেরে ওইদিন রাতেই ফারুকের বন্ধুর বাড়ি থেকে আত্মীয়-স্বজন ও স্থানীয় মাতাব্বরদের সঙ্গে নিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করেন।

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল জানান, ওই স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের পর অভিযান চালিয়ে ২০ ঘণ্টা পর প্রধান আসামি ফারুকসহ তার সহযোগী বিলালকে রবিবার ভোরে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাকি সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।