বিজয় টিভি’র সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

অনলাইন ডেস্ক : ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জের ধরে এক সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এঘটনায় পুলিশ হত্যাকান্ডের ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে সাংবাদিক জুলহাসকে ছুড়িকাঘাত করা হয়। নিহত সাংবাদিক জুলহাস উদ্দিন (৩৫) ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। সে বেসরকারি টেলিভিশন বিজয় টিভি’র ধামরাই প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া গ্রেপ্তারকৃতরা হলেন- সাংবাদিক জুলহাসের দ্বীতিয় স্ত্রী সুমা আক্তারের প্রথম স্বামী শাহিন (৩৫) ও তার সহযোগী মোয়াজ্জেম (৩২)।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে জুলহাসের দ্বীতিয় স্ত্রীর প্রথম স্বামী শাহিন ও তার সহযোগী মোয়াজ্জেম মিলে ছুরিকাঘাত করেছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষনা করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীপক চন্দ্র সাহা বলেন, সাংবাদিক জুলহাস হত্যান্ডের পর পরই পুলিশের একাধিক দল নিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। একপর্যায়ে হত্যার সাথে জড়িত শাহিন ও মোয়াজ্জেম নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হত্যাকান্ডে ব্যবহৃত ছুড়িটিও উদ্ধার করা হয়েছে। এঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।