হোটেল ব্যবসায়ী হত্যায় আরও দুই ডাকাত গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক : সাভারে রবিউল ইসলাম লস্কর নামের এক হোটেল ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার এসআই সালেহ ইমরান। এর আগে সোমবার দিবাগত গভীর রাতে মানিকগঞ্জের ঘিওরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পিবিআই ঢাকা জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জের ঘিওর থানার আ. জলিলের ছেলে আসলাম (৩২) ও তারা মিয়ার ছেলে টিটু মিয়া (২৮)। এসআই সালেহ ইমরান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দু’জনকেই মঙ্গলবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করানোর জন্য আদালতে প্রেরণ করা হবে। জব্দ করা বাসটি গ্রেফতারকৃত আসলাম ৩ দিনের জন্য টাঙ্গাইল থেকে ভাড়া করে নিয়ে এসেছিল। তাদের নামে মাদক, চুরি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। জানা যায়, গত ০৫ অক্টোবর নিহত হোটেল ব্যবসায়ী রবিউল ইসলাম লস্কর ভাগিনার সঙ্গে দেখা করার জন্য কর্মস্থল মিরপুর থেকে সাভারের জামগড়ার যান। ভাগিনার সঙ্গে দেখা করে স্থানীয় ইসলামিয়া হোটেল মালিকের সঙ্গে দেখা করার কথা বলে বিকেলে জামগড়া ত্যাগ করেন। ওই দিন রাত ৭টার দিকে তার ব্যক্তিগত মোবাইল থেকে মেয়ের সঙ্গে শেষ কথা বলেন তিনি। পরে রাত ১২টার দিকে একই মোবাইল থেকে তার মায়ের ফোন নম্বরে ফোন করে রবিউল খুন হয়েছে বলে জানায় অজ্ঞাত এক ব্যক্তি। পরে সাভারের বলিয়ারপুরের যমুনা ন্যাচারাল পার্কের গেটের পাশ থেকে রবিউল ইসলাম লস্করের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী হাফিজা বেগম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্ত ভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই ঢাকা জেলার এসআই সালেহ ইমরান মামলার তদন্ত করছেন। এ ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৩ অক্টোবর সাভার থেকে ডাকাত দল নেতা বসির মোল্লাকে গ্রেফতার করে পিবিআই। পরে তার দেওয়া তথ্যমতে, সাভার, আশুলিয়া, ধামরাই ও ডেমরা থেকে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়। তারা সকলেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালেহ ইমরান জানান, গত ৪ অক্টোবর গ্রেফতারকৃতরা ঢাকা-টাঙ্গাইল রুটের নিরালা পরিবহনের একটি বাস কুয়াকাটা যাওয়ার কথা বলে ৩ দিনের জন্য রিজার্ভ নেয়। পরে ওই বাস দিয়ে মানিকগঞ্জ ও রাজবাড়িতে ডাকাতির কাজ শেষ করে ফেরার সময় নিহত রবিউল আশুলিয়ার নবীনগর থেকে ওই বাসে উঠে। বাসের ভেতরে ডাকাতির সময় রবিউল চিৎকার করলে তাকে ডাকাত সদস্যরা চেপে ধরে ও দল নেতা হুইলরেঞ্জ দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রবিউল মারা যায়। গ্রেফতারকৃতরা সবাই চালক ও সহকারী। তারা সাভার, ধামরাই ও যাত্রাবাড়িতে থেকে আন্তঃজেলা ডাকাত দল প্রতিষ্ঠা করে দীর্ঘদিন ধরে বাসে ডাকাতি করে আসছিল। বিভিন্ন রুটের গাড়ি ভাড়া নিয়ে স্টিকার পরিবর্তন করে রং দিয়ে বিভিন্ন রুটের নাম লিখে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ডাকাতি করে আসছিলো চক্রটি। Share this:FacebookX Related posts: ডামুড্যায় কৃষি জমিতে পুকুর খনন, ইউএনও’র অভিযান পাকুন্দিয়ায় ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ বাঁশ ঝাড়ে পরে থাকা লাশটি ‘পাঠাও’ চালকের আন্ডারওয়াল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল গ্রেফতার বিকাশের ফাঁদে পা দিলেই সর্বনাশ জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেফতার ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার আশুলিয়ায় ফের গণধর্ষণ, আটক ৫ মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে অধ্যক্ষ আটক ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ SHARES Matched Content অপরাধ বিষয়: আরও দুই ডাকাত গ্রেফতারহত্যায়হোটেল ব্যবসায়ী