সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা এড. খোকনের আকস্মিক ইন্তেকাল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মে ৮, ২০২২ নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এড. শাহ জিকরুল আহমেদ খোকনের (৭৩) আকস্মিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ মে) রাত ১০টা ২০মিনিটে গোপাকগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানা যায়, তিনি আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সাধারণ আসনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি এই নির্বাচনের প্রচারাভিযানের অংশ হিসাবে শনিবার দুপুর ১টায় রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন মিলনায়তন, বিকাল ৪টায় ফরিদপুর জেলা বার এসোসিয়েশন, বিকাল সাড়ে ৫টায় মাদারীপুর জেলা বার এসোসিয়েশন মিলনায়তন এবং রাত ৯টায় গোপালগঞ্জ জেলা বার এসোসিয়েশন মিলনায়তনে প্রচার সভায় অংশগ্রহণ করেন এবং ভাষণ দেন। গোপালগঞ্জে ভাষণ শেষে রাত ৯টা ৩৫ মিনিটে আকস্মিকভাবে হার্ট অ্যাটাক করলে। তাকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ২০মিনিটে তিনি মারা যান। মরহুমের প্রথম নামাজের জানাযা রবিবার সকাল ১১টায় নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে তার লাশ ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আছর বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বর, বাদ মাগরিব ঢাকা টেক্সেস বার চত্বরে মরহুমের নামাজের জানাজা শেষে বনানী কবরস্থানে তার মায়ের কবরের পাশে সমাহিত করা হবে। এড. শাহ জিকরুল আহাম্মেদ খোকনের অকস্মিক মৃত্যুতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি শোক জানিয়েছেন। এ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদলসহ নবীনগর উপজেলার সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সুধি সমাজের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবাররে প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। Share this:FacebookX Related posts: র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত পটিয়ায় সার্ভেয়ার ফোরামের আহবায়ক কমিটি গঠন পটিয়ায় আড়াই মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন নোয়াখালীতে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ সরাইলে বিট পুলিশিংয়ের সভা অনুষ্ঠিত স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ এক টাকার সদাই কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত বেড়ে ৫ নোয়াখালীতে ব্রিজ ভেঙে ভ্যান খালে, আহত ২ ‘বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নে যুগোপযোগী সিদ্ধান্ত হাতে নিয়েছে’ লক্ষ্মীপুরে একই গ্রামের ৪ কিশোরী নিখোঁজ, থানায় জিডি SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: এড. খোকনের আকস্মিক ইন্তেকালবীর মুক্তিযোদ্ধাসাবেক এমপি