র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুখ্যাত ডাকাত নুরুল আমিন নিহত হয়েছে। আহত হয়েছেন র‍্যাবের দুই সদস্য।

সোমবার ভোর রাত ৩টার দিকে উপজেলার হ্নীলা পশ্চিম লেদা নরালীপাড়া পাহাড়ে ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে। আহতরা হলেন, র‌্যাবের ল্যান্স নায়েক আজহারুল ইসলাম ও সিপাহী মো. সোহেল।

র‌্যাব সূত্র জানায়, ভোর রাত ৩টার দিকে র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল উপজেলার হ্নীলা পশ্চিম লেদা নরালী পাড়া পাহাড়ে গোলাগুলির খবর পেয়ে অভিযানে যায়। এ সময় পাহাড়ে অবস্থান করা ৬/৭ জন স্বশস্ত্র ডাকাত র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে র‌্যাবের ল্যান্সনায়েক আজহারুল ইসলাম এবং সিপাহী মো. সোহেল আহত হয়। এরপর র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে স্বশস্ত্র ডাকাতরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা পাহাড়ে সক্রিয় থাকা ডাকাত দল নুরুল আমিন গ্রুপের গ্রুপ লিডার নুরুল আমিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ সময় ঘটনাস্থল থেকে একটি থ্রি-কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গান, ৪টি তাঁজা কার্তুজ, ৩টি খালি খোসা, নগদ একশ টাকাসহ মানি ব্যাগ, একটি মোবাইল, মিয়ানমারের ১১টি এবং ১টি দেশীয় সিমকার্ড ও মোবাইল উদ্ধার করা হয়। র‌্যাব-১৫ এর তথ্য অধিদপ্তর শাখা এই তথ্য জানিয়েছে।