লক্ষ্মীপুরে একই গ্রামের ৪ কিশোরী নিখোঁজ, থানায় জিডি

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, মে ৮, ২০২২

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরে একই গ্রামের (পরষ্পর আত্মীয় স্বজন) ৪ কিশোরী নিখোঁজ হয়েছে। নিখোঁজদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় গতকাল শনিবার রাত ১০ টার দিকে কমলনগর থানায় সাধারণ ডায়েরি করেছে তাদের পরিবার।

এর আগে স্থানীয় চর কাদিরা ইউপি’র চরবসু গ্রাম থেকে সবাই একসঙ্গে এক কিশোরীর নানার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফেরেনি বলে জানান স্বজনরা। এতে চরম উদ্বেগ ও উৎকন্ঠায় দিন কাটাচ্ছে তারা।

সাধারণ ডায়েরী সূত্র ও পুলিশ জানায়, স্থানীয় চরবসু গ্রামের ওই কিশোরীরা একসাথে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী জেলার আন্ডার চর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় হন। এরপর থেকে তাদের বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে রাতে পরিবারের পক্ষ থেকে নানী পরিচয়ে আকলিমা নামের এক নারী থানায় সাধারণ ডায়েরি করেন।

এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান জানান, ৪ কিশোরী নিখোঁজের সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনার তদন্তসহ তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ।