নোয়াখালীতে ব্রিজ ভেঙে ভ্যান খালে, আহত ২ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, মে ৭, ২০২২ নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের হাসানহাট বাজার এলাকায় বড় পোল ব্রিজ ভেঙে মাল বোঝাই পিকআপ ভ্যান খালে ডুবে গেছে। এ ঘটনায় পিকআপ ভ্যান চালক ও হেলপার আহত হয়েছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে জেলা শহর মাইজদীর সাথে তিনটি ইউনিয়নের, দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রীরা। শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলেন, গত দুইদিন আগে উপজেলা প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্রিজের বিষয়ে জানানোর পরও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ব্রিজের নিচ থেকে খাল খননের কারণে মাটি সরে গেছে। যার কারণে গত দুই দিন আগে ব্রিজের নিচের মাঝখানের পিলার ভেঙ্গে গেছে এবং আজ এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর ১টার দিকে মালামাল বোঝাই পিকআপটি ব্রিজের মাঝামাঝি গিয়ে ব্রেক করে। এরপরই ব্রিজটি ভেঙে পিকআপ ভ্যানটি খালের পানিতে পড়ে যায়। তারপর চালক ও হেলপার গাড়ি থেকে বের হয় আসেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তিনি আরো বলেন, বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরো জানান, কিছু দিন আগেই পুরাতন ব্রিজ সরিয়ে সেখানে নতুন পাকা ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক আশা করছি খুব দ্রুত এ প্রকল্প পাস হয়ে আসবে। শিগগির প্রকল্পের কাজ শুরু হবে। মানুষের দুর্ভোগ কমাতে আপাতত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ বিষয়ে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। Share this:FacebookX Related posts: নোয়াখালীতে নিহত যুবকের করোনা রিপোর্ট নেগেটিভ নোয়াখালীতে করোনায় আক্রান্ত আরও ২০, মোট ৯৭ নোয়াখালীতে আগুনে ১২ দোকান পুড়ে গেছে নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু নোয়াখালীতে আনসারসহ আক্রান্ত আরও ৮৪ নোয়াখালীতে আরও ৭৭জন করোনায় আক্রান্ত নোয়াখালীতে ৫ মাদকসেবীর কারাদণ্ড নোয়াখালীতে জেলা পুলিশের ‘বিশেষ কল্যাণ সভা’ অনুষ্ঠিত নোয়াখালীতে শিশু ও নারী ধর্ষণ, দুই ধর্ষক কারাগারে নোয়াখালীতে বীরমুক্তিযোদ্ধা হামিদুল হক বকুল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন লকডাউনে নোয়াখালীতে দোকান খোলায় ৭৬ মামলা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: আহত-২নোয়াখালীতেব্রিজ ভেঙেভ্যান খালে