যমুনা সারকারখানার উৎপাদন বন্ধ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, মে ৮, ২০২২ নিজস্ব প্রতিবেদক : জামালপুরের সরিষাবাড়ী তারাকান্দিতে অবস্থিত যমুনা সারকারখানায় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় সার উৎপাদন বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। কারখানার একটি সূত্র জানায়, যমুনা সারকারখানার ভেসেলে শনিবার বিকেলে হঠাৎ লিকেজ দেখা দেয়। এতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে কারখানার উৎপাদন বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়া হয়। সরিষাবাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিট। তবে এ অগ্নিকান্ডে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ভেসেলের লিকেজ সারিয়ে খুব দ্রুত উৎপাদনে ফেরা যাবে বলেও জানা যায়। এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তিনি শনিবার বিকেল সাড়ে ৫টায় যমুনা সারকারখানায় অগ্নিকান্ডের সংবাদ পান। তার ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে যমুনা সার করখানার অতিরিক্ত রাসায়নিক কর্মকর্তা আব্দুল হাকিম সাংবাদিকদের জানান, কারখানার ভেসেলে শনিবার বিকেলে লিকেজ দেখা দেয়। লিকেজ সারাতে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। লিকেজ সারিয়ে খুব শীঘ্র উৎপাদনে ফেরা সম্ভব হবে বলেও তিনি জানান। Share this:FacebookX Related posts: পূর্বধলায় ধানের চারা নিয়ে বাড়ী ফেরা হলো না কৃষক নাসিরের হালুয়াঘাটে জ্বর, সর্দি শ্বাসকষ্ট ও হাপানী রোগে এক কৃষকের মৃত্যু গৌরীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিলেন প্রায় ৬ লাখ টাকা গৌরীপুর পৌর শহরে খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু গৌরীপুরে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় জরিমানা গৌরীপুরে ১৪ বছর ধরে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের করুন অবস্থা গৌরীপুরে মাস্ক না পড়ায় ৩৮ জনের বিরুদ্ধে মামলা হালুয়াঘাটে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত-১ হালুয়াঘাটে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান হালুয়াঘাটে জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ ময়মনসিংহ মহানগর আ.লীগের বর্ধিত সভা SHARES Matched Content দেশের খবর বিষয়: উৎপাদন বন্ধযমুনাসারকারখানার