পূর্বধলায় ধানের চারা নিয়ে বাড়ী ফেরা হলো না কৃষক নাসিরের

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ধানের চারা নিয়ে বাড়ি ফেরা হলো না কৃষক নাসির উদ্দিনের (৪০)। রাস্তা পার হওয়ার সময় ঘাতক ট্রাক কেড়ে নিল তার তরতাজা প্রাণ। মঙ্গলবার বিকাল ৪টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার আতকাপাড়া নামকস্থানে এই ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের শীষকান্দি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে কৃষক নাসির উদ্দিন আজ বিকালে আতকাপাড়া গ্রামের তেলের পাম্পের পাশে কৃষি জমিতে কাজ শেষ করে ধানের চারা নিয়ে বাড়ি ফিরছিল।

বিকাল ৪টার দিকে নাসির শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক পার হওয়ার সময় একটি বালুবাহী দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৬৬৩৩) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়। এসময় আশপাশের লোকজন ধাওয়া করে বালুভর্তি ট্রাকটি আটকাতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।