সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: খাদ্যমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মে ৭, ২০২২ নিজস্ব প্রতিবেদক : বর্তমান আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় দেশব্যাপী মসজিদের পাশাপাশি নির্মাণ করা হচ্ছে মন্দির। ভেদাভেদ ভুলে বিভিন্ন উৎসব ও পার্বনে যোগ দিচ্ছেন সকল ধর্ম ও বর্ণের মানুষ। শনিবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দিরের পুনঃনির্মিত দর্শন মন্দির শিলান্যাস উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাঁর বলিষ্ট নেতৃত্বে দেশের অর্থায়নে দৃশ্যমান হয়েছে পদ্মাসেতু। জনগনের চলাচলের জন্য খুব শিগগিরই এটি খুলে দেওয়া হবে। কিন্তু বিএনপির ভাইয়েরা এসব উন্নয়ন মেনে নিতে পারছেন না। তাঁরা বিভিন্ন ইস্যু তৈরি করে দেশেকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন। তাঁদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দিবে না এ দেশের জনগন। ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার মৈত্রের সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভাইস চেয়ারম্যান (সিআইপি) সুব্রত কুমার পাল, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী তপণ কুমার সেন, প্রকল্প পরিচালক দীপঙ্কর মন্ডল, মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল ও সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামানিক, সহ-সভাপতি মনোজিৎ কুমার সরকার, সদস্য কালীপদ প্রামানিক ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন প্রমূখ। Share this:FacebookX Related posts: ধান ক্রয়ে অনিয়ম সহ্য করা হবে না : খাদ্যমন্ত্রী বঙ্গবন্ধু শুধু আওয়মীলীগের সম্পদ না সারা দেশের ও সারা বিশ্বের সম্পদ- খাদ্যমন্ত্রী বাংলার মাটিতে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই সরকার শিশুস্বাস্থ্যের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে -সিটি মেয়র জয়পুরহাটে আরও ৪ জন করোনা আক্রান্ত আত্রাইয়ে কৃষকের ধান কেটে বাড়ি পোঁছে দিল ছাত্রদল পাবনা বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি মজদুর ইউনিয়নের মানববন্ধন আধুনিক সভ্যতার ছোঁয়ায় বিলুপ্তির পথে প্রতীক ধানের গোলা জয়পুরহাটে নতুন করে করোনা আক্রান্ত ৪৬ জন গুড়ি গুড়ি বৃষ্টিতে আত্রাইয়ে শীতের আগমন বার্তা সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার আধাপাকা ধানের উপর রাখা হচ্ছে খাল খননের মাটি SHARES Matched Content দেশের খবর বিষয়: কাজ করছেখাদ্যমন্ত্রীগড়তেবাংলাদেশসম্প্রীতিরসরকারসাম্প্রদায়িক