করোনা : আশার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, মে ১৪, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : এ পর্যন্ত বিশ্বে দুই লাখ ৯৩ হাজারের বেশি মানুষের প্রাণ নিয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। আক্রান্ত হয়েছে ৪৩ লাখ ৫৪ হাজারের বেশি। প্রাণঘাতী এই ভাইরাসের ভ্যাকসিন পেতে নির্ঘুম রাত কাটছে গবেষকদের। আর এই মহামারি থেকে উদ্ধার পেতে গবেষকদের দিকে চাতকের মতো তাকিয়ে আছে গোটা বিশ্ব। তবে এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু বলছে, কয়েকটা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করোনার ভয়াবহতা এবং অসুস্থতার সময়কাল-দুটোই কমানো যাচ্ছে। তবে, এ বিষয়ে আরও প্রয়োজন রয়েছে গবেষণার। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, ‘খুব প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী এখন আমাদের কাছে এমন কিছু চিকিৎসা পদ্ধতি আছে, যা এই রোগের ভয়াবহতা এবং অসুস্থতার সময়কাল কমাতে পারে। তবে এখনও আমাদের হাতে এমন কোনো ওষুধ নেই যা এই ভাইরাসকে নিঃশেষ করে দিতে পারে বা আটকে দিতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমরা একাধিক চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা করছি এবং অনেক চিকিৎসা পদ্ধতিই সাড়া দিচ্ছে। তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনই এটা বলার মতো অবস্থায় নেই যে, এটাই করোনার চিকিৎসার শ্রেষ্ঠ উপায়।’ ‘আমরা বেশ কিছু জায়গা থেকে ভালো খবর পাচ্ছি। তবে, আরও কিছুটা সময় দিতে হবে এটা বলতে যে, এই চিকিৎসা পদ্ধতিই করোনার জন্য সবচেয়ে ভালো’-যোগ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই মুখপাত্র। তবে মার্গারেট হ্যারিসের ভাষ্য, ‘কোভিড-১৯ অত্যন্ত জটিল ভাইরাস। এর টিকা তৈরি না-ও হতে পারে। প্রতিষেধক তৈরি হলেই যে সেটা কার্যকরী হবে, তারও কোনো নিশ্চয়তা নেই।’ এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন গবেষণাগারে ১০০টি টিকা নিয়ে কাজ চলছে। তার মধ্যে বেশ কয়েকটি প্রতিষেধক মানবশরীরে প্রয়োগের বা হিউম্যান ট্রায়ালের কাজ চলছে। চলতি বছরের শেষের দিকেই যুক্তরাষ্ট্রের হাতে করোনার প্রতিষেধক চলে আসবে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হু বলছে, প্রতিষেধকের আশায় বসে না থেকে সামাজিক দূরত্ব বজায় রাখাটাই হবে বুদ্ধিমানের কাজ। Share this:FacebookX Related posts: করোনা ভাইরাসকে মহামারী ঘোষণা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনে করোনাভাইরাস বড় শহরেও ছড়িয়ে পড়ছে করোনায় আক্রান্ত কমছে করোনা প্রতিরোধে ভারতে গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার করোনা ভাইরাসের নতুন পরীক্ষা পদ্ধতি: ৫ মিনিটেই মিলবে রিপোর্ট লকডাউন-কারফিউ তুলে নিলে অবস্থা হবে ভয়াবহ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা: চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করোনা ধ্বংসের নতুন উপায় জানালো মার্কিন গবেষকরা করোনায় আফ্রিকায় ১ লাখ ৯০ হাজার লোকের মৃত্যু হতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনসম্মুখে অবশ্যই মাস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগের অবস্থান থেকে সরল বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা টিকা নিলে মদ্যপান নিষিদ্ধ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আশার কথা শোনালকরোনাবিশ্ব স্বাস্থ্য সংস্থা