ভোট কম পেলেও ফের প্রেসিডেন্ট হবেন ট্রাম্প দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯ আন্তর্জাতিক ডেস্কঃ চলচ্চিত্র নির্মাতা মাইকেল মুর ভবিষ্যদ্বাণী করে বলেছেন, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও বিজয়ী হবেন ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ৫০ লাখ কম পপুলার ভোট পেতে পারেন।তিনি বলেন, ইলেক্টরাল কলেজ সিস্টেমে তিনি এত ভোটের ব্যবধানে পিছিয়ে থাকলেও প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। কারণ, বিজয় নির্ধারণকারী মূল রাজ্যগুলোতে তিনি জিতবেন সহজেই। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট। মাইকেল মুর যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন।মুর বলেন, ডেমোক্রেট দল থেকে যেই প্রেসিডেন্ট প্রার্থী হোক ৪০ লাখ থেকে ৫০ লাখ বেশি পপুলার ভোটে বিজয়ী হবেন। কিন্তু সেই বিজয় চূড়ান্ত নয়। ইলেক্টরাল কলেজ সিস্টেমে তিনি প্রেসিডেন্ট হবেন না।তিনি বলেন, ট্রাম্পের সমর্থনের মাত্রা এক ইঞ্চিও কমে নি। অনেকেই ভীত এ জন্য যে, তিনি পরাজিত হবেন। এর কারণ তার আচরণ। ৭০ বারের মতো পেছালো সাগর-রুনির প্রতিবেদন Share this:FacebookX Related posts: আমি নাম্বার ওয়ান, মোদি দ্বিতীয় : ট্রাম্প আমাকে নির্বাচনে হারাতে চায় চীন : ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিক্ষোভ, সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি কোভিড রোগী আছে ভারত, চীনে : ট্রাম্প ভূমধ্যসাগর উত্তেজনা: ট্রাম্প এরদোয়ান ফোনালাপ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ডোনাল্ড ট্রাম্প খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি যুবরাজকে রক্ষা করেন ট্রাম্প ট্যাক্স কেলেঙ্কারির যে ৫ জায়গায় ধরা ট্রাম্প বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪ অবশেষে ত্রাণ বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প অভিসংশনের প্রস্তাব পুরোটাই হাস্যকর: ট্রাম্প ভারী অস্ত্র নিয়ে ট্রাম্প সমর্থকদের মহড়া SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ট্রাম্পফের প্রেসিডেন্টভোট কম পেলেওহবেন