ভোট কম পেলেও ফের প্রেসিডেন্ট হবেন ট্রাম্প

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯

আন্তর্জাতিক ডেস্কঃ চলচ্চিত্র নির্মাতা মাইকেল মুর ভবিষ্যদ্বাণী করে বলেছেন, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও বিজয়ী হবেন ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ৫০ লাখ কম পপুলার ভোট পেতে পারেন।তিনি বলেন, ইলেক্টরাল কলেজ সিস্টেমে তিনি এত ভোটের ব্যবধানে পিছিয়ে থাকলেও প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। কারণ, বিজয় নির্ধারণকারী মূল রাজ্যগুলোতে তিনি জিতবেন সহজেই। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট।

মাইকেল মুর যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন।মুর বলেন, ডেমোক্রেট দল থেকে যেই প্রেসিডেন্ট প্রার্থী হোক ৪০ লাখ থেকে ৫০ লাখ বেশি পপুলার ভোটে বিজয়ী হবেন। কিন্তু সেই বিজয় চূড়ান্ত নয়। ইলেক্টরাল কলেজ সিস্টেমে তিনি প্রেসিডেন্ট হবেন না।তিনি বলেন, ট্রাম্পের সমর্থনের মাত্রা এক ইঞ্চিও কমে নি। অনেকেই ভীত এ জন্য যে, তিনি পরাজিত হবেন। এর কারণ তার আচরণ।

৭০ বারের মতো পেছালো সাগর-রুনির প্রতিবেদন