দৌলতদিয়া ফেরি ঘাটে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, মে ৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের দীর্ঘ ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। নাড়ির টানে বাড়ি ফেরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ফিরতে শুরু করেছেন।

শুক্রবার রাত থেকেই কর্মস্থলগামী মানুষ ও বিভিন্ন যানবাহনের চাপ শুরু হয়েছে এই নৌরুটে।

শনিবার সকাল ৮টার দিকে দেখা যায় যানবাহনের দীর্ঘ ১২ কিলোমিটার সারি৷ এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই শিশু ও বয়স্কদের নিয়ে বাস থেকে নেমে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা ও অটোরিকশায় ঘাট মুখী যেতে দেখা যায়৷

সানোয়ার হোসেন একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আজ তার অফিস আছে। রাত ১২টা থেকে জ্যামে আটকে আছেন। তিনি বলেন, কখন ফেরি পাব তার কোন ঠিক নেই। এখন দুশো টাকা দিয়ে রিকশায় ঘাটে যাচ্ছি। ওপাশ থেকে লোকালে যাব। এছাড়াও অনেক কে গাড়ি থেকে নেমে যেতে দেখা যায়।

কলা নিয়ে চুয়াডাঙ্গা থেকে জুলফিকার যাবেন মুন্সীগন্জ। তিনি শুক্রবার রাত ১১টা থেকে জ্যামে আটকে আছেন। তিনি বলেন, গরমে সব কলা আজ গাড়িতেই পেকে যাবে।

এছাড়াও, রাস্তায় মোটরসাইকেলের দৌরাত্ম চোখে পড়ার মতো।

বিআইডব্লিউটিসি ঘাট সূত্রে জানা যায়, শুধু শুক্রবারই ছয় হাজারের উপরে মোটরসাইকেল পার হয়েছে এই নৌরুটে। আজ সংখ্যাটা দ্বিগুণ হবে। এছাড়াও যাত্রীবাহী গাড়ির পাশাপাশি মানুষের সংখ্যা অনেক বেশি। জ্যামে আটকানোর ভয়ে অনেকেই ভেঙে ভেঙে আসছেন। প্রতিটি ফেরিতেই দুই তিনশো মানুষ পার হতে দেখা যায়।

এদিকে, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ২১টি ফেরি রাখা হলেও ইতিমধ্যে দুটি ফেরি নষ্ট হয়ে পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে মেরামতের জন্য পাঠানো হয়েছে।

লঞ্চ ঘাটে দেখা যায়, প্রতিটি লঞ্চে অতিরিক্ত মানুষ উঠছে।

লঞ্চ ঘাটে দায়িত্বরত টিআই আফতাব উদ্দিন বলেন, আমরা চেষ্টা করছি যাত্রী যাতে বেশি না যায়। তারপরও অতিরিক্ত চাপ থাকায় অনেক সময় কথা শোনানো যাচ্ছে না।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন বলেন, এই ঈদে যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২১টি ফেরি প্রস্তুত রাখা হয়েছিল। এর মধ্যে দুটি ফেরি বিকল হয়ে মানিকগঞ্জের পাটুরিয়ায় ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে। বাকি ১৯টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।