রংপুরে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন, আরেক ভাই আশঙ্কাজনক

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২২

অনলাইন ডেস্ক : জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলার জুম্মাটারী পানির ট্যাংকি এলাকায় দুলাভাইয়ের হাতে শ্যালক আশরাফুল (৩০) খুন হয়েছে। ভাইকে বাঁচাতে এসে আরেক ভাই সিয়ামের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, জুম্মাটারী এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে ইয়াসিন আলী (২৩), নগরীর শালবন মিস্ত্রীপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (২৮), আমাশু কুকরুল এলাকার রফিকুল ইসলামের ছেলে শাহিন ইসলাম (২১), একই এলাকার আব্দুল খালেকের ছেলে ইব্রাহিম (১৯), শালবন মিস্ত্রি পাড়ার আব্দুল লাম কেটুর ছেলে মো. রাব্বি ও পশ্চিম জুম্মাপাড়া এলাকার মৃত মমিন হোসেনের ছেলে নয়ন হোসেন (২১)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পানির ট্যাংকি এলাকার শাহজাহান মিয়ার সাথে তার প্রতিবেশী আপন শ্যালিকার সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় শালীর জামাতা ইয়াসিন ও তার বন্ধুবান্ধব মিলে শাহজাহানের ২ ছেলে আশরাফুলের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় আশরাফুলের বুকে দেশীয় অস্ত্র কুপিয়ে জখম তারা। এ ঘটনা দেখে ভাইকে বাঁচাতে এগিয়ে আসে আশরাফুলের ছোট ভাই সিয়াম। ইয়াসিন এবং তার দলবল সিয়ামের উপরও উপর্যুপরি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আশরাফুল। আশঙ্কাজনক অবস্থায় সিয়ামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে হারাগাছ থানার ওসি রেজাউল করিমের সাথে কথা বলা হলে তিনি জানান, ‘শাহজাহানের শালীর মেয়ে জামাই ইয়াসিনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পালিয়ে গেছে। এ ছাড়াও আশরাফুলের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’