রাঙ্গামাটিতে ৬’শ জনের মাঝে ভাতা প্রদান

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : রাঙ্গামাটির সাপছড়ি এলাকায় ৬’শ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর মাঝে ভাতা প্রদান করা হয়েছে। সোমবার সকালে সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সমাজ সেবা কর্তৃক বয়স্ক ও প্রতিবন্ধীদের হাতে ভাতার টাকা তুলে দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। বয়স্ক ৩২৯ জন, বিধবা ২০৭ জন এবং প্রতিবন্ধী ৩৮ জনের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, মানুষের জীবনের শেষ প্রান্তে এসে অসহায় প্রবীণ, বয়স্ক ও দুঃস্থদের জন্য কিছু করার মানসে সরকারের এই উদ্যোগ। বয়স্ক ভাতার টাকা দিয়ে নিজের জন্য কিছু ওষুধ কেনাসহ নিজের প্রয়োজনে এসব টাকা ব্যবহার করতে পারবেন তারা। তাহলে শেষ বয়সে এসে মানুষগুলোর কষ্ট ভোগ করতে হবে না।

তিনি বলেন, দেশে কেউ যাতে কষ্ট ভোগ না করে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু ছাড়াও স্বামী পরিত্যক্তাদের জন্যও ভাতা প্রদান করেছেন। আর সকল জেলা ও উপজেলার কেউ যাতে গৃহহীন না থাকে তার ব্যবস্থা গ্রহণ করেছেন।

তিন আরও বলেন, ‘প্রতিটি উপজেলার ভূমিহীনরা আশ্রয় পাবে, গৃহ পাবে। দেশে কেউ গৃহহীন থাকবে না। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল- স্বাধীন বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন আমরা সে ব্যবস্থা করে যাবো এবং করে যাচ্ছি।

এ সময় রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রাশেদ, সাপছড়ি ইউনিয়ন পরিষদ সদস্য লিটন বড়ুয়া, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার চন্ডিলাল চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।