ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় গোমতী নদীরক্ষা বাঁধের আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজ সংলগ্ন আড়াইওরা এলাকায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া চাঁন্দপুর এলাকার হেরণ সওদাগরের ছেলে আবদুল কাদের সওদাগর, তার পরিবারের মকবুল হোসেনের ছেলে মতি মিয়া ও ফুল মিয়ার ছেলে হেলাল মিয়া।

নিহতদের পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানায়, আবদুল কাদের সওদাগর তার ভাতিজা ও পরিবারের সদস্যদের নিয়ে রোববার সকালে একটি অটোরিকশাযোগে গোমতী নদীতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় আড়াইওরা এলাকায় গোমতী নদীর বাঁধের উপর একটি বেপরোয়া ট্রাক তাদেরকে বহন করা অটোরিকশাটিকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আবদুল কাদের (৭০) ও মতি মিয়ার (৬৫) মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হেলাল মিয়ার (৪৮) মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত অটোচালক তুফান মিয়া ও রুক মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ওই পরিবারের আবদুল মান্নান অন্যত্র চিকিৎসা নেন।

কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, এ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।