​নেত্রকোনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিসের উদ্যোগে রোববার জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা, ক্ষুদ্রঋণ, উপবৃত্তি, ক্যান্সার ও কিডনি রোগীদের মধ্যে চেক বিতরন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে চেক বিতরন উদ্ধোধন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, রাজুরবাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা, স্বাবলম্বী উন্নয়ন সমিতির পরিচালক স্বপন পাল, সাজিউরা অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক হাবিবুর রহমান প্রমূখ।

আলোচনা শেষে প্রান্থিক জনগোষ্ঠী, বিধবা ও স্বামী নিগৃহীদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের বরাদ্দকৃত ১০০ জন ক্ষুদ্রঋণ গ্রহীতার মাঝে ৩০ লাখ টাকা, ৩০ জনকে উপবৃত্তি ২ লাখ ৫০ হাজার টাকা এবং ৪০ জন ক্যান্সার, কিডনী রোগীর মাঝে ২০ লাখ টাকা, শহর সমাজসেবা অফিসের উদ্যোগে ১৮ জনের মাঝে ৫ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়।