নেত্রকোনায় ৫ শতাধিক হতদরিদ্রের বাড়িতে খাবার পৌঁছে দিল যুবলীগ নেতা অরুণ

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

কমল সরকার : করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন হয়ে খাদ্য সংকটে পড়া নেত্রকোনায় ৫ শতাধিক দুস্থ ও হতদরিদ্র পরিবারের বাড়িতে খাবার সরবরাহ করেছেন টিম নৌকার প্রধান সমন্নয়ক যুবলীগ নেতা এ.কে.এম আজারুল ইসলাম অরুণ ।

যুবলীগ নেতা অরুণ জানান,করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মানুষের চলাচল সীমিত করেছে প্রশাসন। তাই সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপিথর নির্দেশনায় আমরা “টিম নৌকার”পক্ষ থেকে নেত্রকোনার হতদরিদ্র ৫ শতাধিক পরিবারের হাতে তুলে দিয়েছি চাল, ডাল, আলু, লবণ, তেল’ সাবানসহ নানা ধরনের খাদ্য সামগ্রী।

করোনাভাইরাস পরিস্থিতি চলাকালীন এই পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী সরবরাহ অব্যাহত থাকবে। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,পরিবর্তন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মাজারুল ইসলাম কিরন।

উল্লেখ্য প্রতিটি প্যাকেটের গায়ে লেখা আছে, বৈশ্বিক দূর্যোগ করোনা’য় গরীব ও দুঃখী মানুষের সাহায্যার্থে “টিম নৌকা” পরিবারের ক্ষুদ্র প্রয়াস।