হালুয়াঘাটে কুকুরের ডাকে উদ্বার হল অজ্ঞাত নবজাতক

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ড্রেনের পাশে পরে থাকা এক অজ্ঞাত নবজাতক শিশুকে উদ্ধার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৩ ঘটিকায় স্বাস্থ্য কমপ্লেক্সর ড্রেনের পাশে নবজাতক শিশুটিকে কুকুর ঘিরে রেখেছিল।

এ অবস্থায় কুকুরের চিৎকারের ও ঘেউ ঘেউ শব্দে নৈশ্যপ্রহরী নবজাতকটিকে দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে তাৎক্ষনিক অবগত করেন। পরে নবজাতক শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সুইপার মিনতি সরকার উদ্ধার করেন। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটির বিষয়ে থানা পুলিশকে অবগত করলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে উপ-পুলিশ পরির্দশক শামছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রসূতী ও নবজাতক ইউনিট (ইওসি) এর দায়িত্বে থাকা নার্স মিতালী জানায়, ইওসি বিল্ডিং এর ড্রেনের পাশে কুকুরের চিৎকারের শব্দ শুনে বাচ্চাটাকে দেখতে পায় নৈশ্যপ্রহরী। তখন বাচ্চাটিকে কুকুর ঘিরে রেখেছিল। পরে নবজাতক শিশুটিকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সুইপার মিনতি সরকার উদ্ধার করেন। নবজাতক শিশুটিকে ওয়ার্ডে রেখে অক্সিজেন দেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ বলেন, অজ্ঞাত নবজাতক ছেলেটিকে কুকুরে আহত করেছেন। তার শরিল ক্রমান্বয়ে খারাপ অবস্থার দিকে যাচ্ছে। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ড্রেনের পাশে একটি অজ্ঞাত নবজাতক পরে রয়েছেন এমন সংবাদের ভিত্তিত্বে ঘটনাস্থল পরির্দশন করেন। নবজাতকের খোঁজ খবর নেন। উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন বলে জানান। নবজাতক উদ্ধারের বিষয়টি অনেকে জানতে পেরে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেছেন।