বিরামপুর পৌর সভায় নৌকার বিজয়

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত অধ্যক্ষ আক্কাস আলী (নৌকা) ১৫ হাজার ৩৫৯ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এড. নুরুজ্জামান হোসেন (নারিকেল গাছ) পেয়েছেন ৮ হাজার ৬৮৬ ভোট।

দ্বিতীয় ধাপে শনিবার সকাল ৮টা থেকে বিরামপুর পৌর এলাকার ১৬টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ পৌরসভায় মোট ভোটার ছিল ৩৬ হাজার ৭৪৮ জন। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন।