খাগড়াছড়ির ২উপজেলায় শেষ হলো ইউপি নির্বাচন

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১

আব্দুর রহিম, খাগড়াছড়ি : পার্বত্য খাগড়াছড়ির গুইমারা ও মাটিরাংগায় উপজেলায়র ১০টি ইউপিতে ১জন বিদ্রোহি প্রার্থী ও ১জন স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ করে। বাকি ৮টিতে বিজয়ের মধ্য দিয়ে নৌকার চালকের আসনে বসে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী।

১১নভেম্বর সারা বাংলাদেশে ইউপি নির্বাচনের ২য় ধাপের এই ২ উপজেলার ১০টি ইউপির নির্বাচন ছিল পার্বত্যবাসির আলোচনার বিষয়বস্তু।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১১নভেম্বর শুরু হয় সেই মাহেন্দ্রক্ষণ। শুরু হয় স্বতস্ফূর্ত ভোট গ্রহন বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারের উপস্থিতি। কিন্তু সেই সাথে উত্তপ্ত হয়ে উঠে ইউপির ভোট কেন্দ্র। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ। মাটিরাংগার বড়নাল, তবলছড়ি ইউপিতে দফায় দফায় সংঘর্ষ ঘটে, পরে আইন শৃঙ্খলা বাহিনির কঠোর অবস্থান ও লাঠি চার্চের মাধ্যমে নিয়ন্ত্রনে আনা হয়।

তবে সকল দাঙ্গা হাঙ্গামাকে পাশ কাটিয়ে মাটিরাঙ্গা উপজেলার ৭ইউপিতে ১জন স্বতন্ত্র ১জন বিদ্রোহী প্রার্থী ও ৫জন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিজয় লাভ করে। এবং গুইমারার ৩টি ইউপিতেই আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়।

রিটার্নিং কর্মকর্তাদের তথ্যমতে গুইমারা সদর ইউপিতে নির্মল নারায়ন ত্রিপুরা ৫২০৬ ভোট, হাফছড়ি ইউপিতে মংশে চৌধুরী ৪৮৭৭ভোট, সিন্দুকছড়ি ইউপিতে রেদাক মার্মা২৪৫৩ ভোট, মাটিরাংগা উপজেলার তাইন্দং ইউপিতে পেয়ার আহম্মদ মজুমদার,৫৪৬৫ ভোট, আমতলী ইউপিতে মোঃ আব্দুল গনি ৩১১১ ভোট, গোমতি ইউপি মোঃ তফাজ্জল৫০৮১ ভোট, বেলছড়ি ইউপিতে রহমত উল্লাহ ৫৯১০ ভোট, মাটিরাংগা ইউপিতে হেমেন্দ্র ত্রিপুরা ৪০১২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নৌকা প্রতিকে জয়লাভ করে। এবং তবলছড়ি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল কাসেম ভূঁইয়া ৫০৩১ভোট ও বড়নাল ইউপিতে বিদ্রোহী প্রার্থী মোঃ ইলিয়াস২৩০১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আব্দুল আজিজ নির্বাচন প্রসঙ্গে বলেন, আমরা আপ্রান চেষ্টা করেছি একটি অবাদ নিরপেক্ষ ও সুষ্ট নির্বাচনে সহযোগিতা করতে। তারপরও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তাছাড়া সার্বিকভাবে নির্বাচন অবাদ নিরপেক্ষ ও সুষ্ঠ হয়েছে।