পটিয়া আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ সিদ্দিকীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

সেলিম চৌধুরী বিশেষ প্রতিনিধিঃ- চট্টগ্রামের পটিয়া পৌরসভার আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক এবং বাংলাদেশ মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমদের বড় ভাই নূর মোহাম্মদ সিদ্দিকী (৭৫) সোমবার ভোরে ইন্তেকাল করেছেন। (ইন্নেলিল্লাহি …রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং রাজনৈতিক সহযোদ্বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রেখে যান।

গতকাল সোমবার বাদে আছর মরহুমের নামাজে জানাজা পটিয়া শাহ আমির উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । প্রবীন এ রাজনৈতিক নেতার মৃত্যুতে পটিয়ার রাজনীতির অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। নুর মোহাম্মদ সিদ্দিকী পটিয়া ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরোয়ার কামাল রাজিবের পিতা।

পটিয়া পৌরসভা আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি নূর মোহাম্মদ সিদ্দিকীর মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মেয়র শামসুল আলম মাষ্টার, পটিয়া উপজেলা জাপার আহবায়ক সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিক আহমদ চেয়ারম্যান, পটিয়া পৌরসভা জাতীয় পার্টির সভাপতি সাবেক কমিশনার নুরুল ইসলাম, সহ সভাপতি সাংবাদিক সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, দকর ভুর্ষি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সেলিম,উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্ত্তী, সাবেক সেক্রেটারি নাছির উদ্দিন, পটিয়া পৌরসভা আ’লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, পটিয়া রাহাত আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরওয়ার হায়দার, কাউন্সিলর গোফরান রানা,কাউন্সিলর আবদুল খালেক, কাউন্সিলর আবদুল মন্নান, আবু সৈয়দ, খোরশেদ গনী শোক প্রকাশ শোকসনপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এদিকে সাবেক ছাএনেতা আ.ম টিপু সুলতান চৌধুরী, সাবেক ছাএনেতা মোজাম্মেল হক, নেছার চেয়ারম্যান, সাবেক ছাএনেতা সেলিম চৌধুরী, সাইফুল্লা পলাশ, দিল মোহাম্মদ সানি, হাসান উল্লা চৌধুরী, ইনজামুল হক জসিম চেয়ারম্যান, ইউনইউনুচ মিয়া চেয়ারম্যান, কাজী খোরশেদ আলম,ডাক্তার খোরশেদ আলম,জাহাঙ্গীর আলম,কমিশনার শফিউল আলম সহ আরো অনেকে গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।