কসবায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০ অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন, হতদরিদ্র মানুষের মাঝে ১ কোটি ৭০ লাখ টাকার ত্রাণ বিতরণ চলছে। সোমবারের মধ্যে কসবার ১০টি ইউনিয়নে প্রাথমিক পর্যায়ের এই ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ হবে। এরপর দ্বিতীয় পর্যায়ের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হবে। আইনমন্ত্রী আনিসুল হক, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং দলীয় নেতাকর্মীদের উদ্যোগে প্রাথমিক পর্যায়ে ২৩ হাজার ৮৫৭ জনকে ত্রাণসামগ্রী প্রদান করা হচ্ছে। ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও সাবানের একটি করে প্যাকেট দেওয়া হচ্ছে। হতদরিদ্র কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। কসবা-আখাউড়ার সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক সার্বক্ষণিক ত্রাণ বিতরণ কার্যক্রম মনিটরিং করছেন। যারা ফােন করে খাদ্য সমস্যার কথা বলছেন,দলীয় নেতাকর্মী অথবা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তাদের বাসায় জরুরি ভিত্তিতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন তিনি। আইনমন্ত্রীর নির্দেশে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন সকল ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করছেন। অন্যদিকে, কসবা পৌরসভা ৪শ জনকে ৪ মেট্রিক টন চাল, ২৫০ জনকে নগদ ৭৫ হাজার টাকা ও দরিদ্র প্রসূতি মায়েদের ১৫ হাজার টাকার শিশু খাদ্য প্রদানের প্রক্রিয়া শুরু করেছে। Share this:FacebookX Related posts: কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ গুইমারায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ কক্সবাজারে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত লামায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু মাটিরাঙ্গায় বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ মিলিটারি পুলিশের হাতে ২৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ছাত্র নেতা করোনায় মারা গেছেন ফেনীর সিভিল সার্জন কাঠের নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার দেশ সেরা শিশু সাংবাদিক’র পুরস্কার পেল ফেনীর ইমা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: কর্মহীনকসবায়ত্রাণ বিতরণমানুষের মাঝে