ঈশ্বরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১

ময়মনসিংহ প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে র‌্যালি ও পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“ মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” শ্লোগান নিয়ে শনিবার বিকেলে মুক্তিযোদ্ধ স্মৃতিসৌধ চত্বর থেকে র‌্যালি বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার রাজীবপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, রাজীবপুর ইউপি চেয়ারম্যান মোতাব্বিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার প্রমুখ।