নওগাঁয় এসএমই পণ্য মেলা সমাপনী অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ৭দিন ব্যাপি এস,এম,ই পণ্য মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।

শুক্রবার সন্ধ্যায় শহরের মুক্তির মোড় মুক্ত মঞ্চে জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়াারম্যান এ্যাড: ফজলে রাব্বী বকু,পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া,নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, মেলায় অংশ গ্রহননকারী নওগাঁ প্রভাতি মহিলা সমিতির সভানেত্রী পারভীন আখতার প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি মেলায় অংশগ্রহনকারী সেরা ৫জনকে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন। মেলায় মোট ৫৫টি স্টল অংশগ্রহন করে।