রূপগঞ্জে অগ্নিকাণ্ড : ২৪ জনের মরদেহ হস্তান্তর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১ স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় আগুনে নিহত ৪৮ জনের মধ্যে ২৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গের সামনে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এ সময় মরদেহ দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেয়া হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে। নাম-ঠিকানা মিলিয়ে স্বাক্ষর করে টাকা গ্রহণের পর স্বজনদের কাছে মরদেহগুলো বুঝিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দেয়া হয়। মরদেহ হস্তান্তরের সময় স্বজনদের কান্না আর আহাজারিতে ঢাকা মেডিকেল কলেজের মর্গ এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এর আগে মরদেহ নিতে সকাল থেকে ঢামেক মর্গে আসতে থাকেন স্বজনরা। এরপর একে একে নাম ধরে ডেকে সিআইডি কর্মকর্তারা মরদেহ হস্তান্তরের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য লিখে নেন। সবশেষ দুপুরে মরদেহ হস্তান্তর কার্যক্রম শুরু হয়। বাকি ২৪টি মরদেহ শনিবার (৭ আগস্ট) হস্তান্তর করা হবে বলে জানান সিআইডি কর্মকর্তারা। সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির কর্মকর্তা রুমানা বলেন, ‘মরদেহগুলো এমনভাবে পুড়েছে যে, এগুলো স্বজনরা দেখে চিনতে পারবেন না। এ জন্য ডিএনএ’র মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।’ এ মরদেহগুলো স্বজনদের না দেখাই ভালো বলে তিনি মন্তব্য করেন। সিআইডি পুলিশের এডিশনাল ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) ইমাম হোসাইন জানান, ডিএনএ পরীক্ষা শেষে ৪৮ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের মধ্যে হস্তান্তর করা হয়েছে ২৪ জনের মরদেহ। অবশিষ্ট ২১ জনের মরদেহ শনিবার হস্তান্তর করা হবে। Share this:FacebookX Related posts: নিকলীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই কুড়িগ্রামে কোয়ারেন্টাইন শেষে ৬২জনকে বাড়ি পাঠালেন ইউএনও গজারিয়া-মতলব সেতুতে স্বপ্ন বুনছে দুই পারের মানুষ টঙ্গীর মরকুনে বসত বাড়িতে আগুন সামাজিক অনুষ্ঠান চালুর দাবিতে বাবুর্চিদের মানববন্ধন বাঁশের আঘাতে ভ্যানচালক নিহত নাগরপুরে বন্যা পরিস্থিতির অবনতি গাজীপুরে অটোরিকশাসহ তিন ছিনতাইকারী আটক গাজীপুরে অটোরিকশাসহ তিন ছিনতাইকারী আটক ফরিদপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুরে বিএনপি নেত্রীর গাড়ি বহরে হামলার অভিযোগ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ২৪ জনের মরদেহ হস্তান্তররূপগঞ্জে অগ্নিকাণ্ড